একটি ঘরের বিপরীত দু’দেয়ালের মধ্যবর্তী দূরত্ব 4m । একটি দেয়ালে একটি অবতল দর্পণ লাগানো আছে। দর্পণ 2.5m হতে দূরে একটি বস্তু রাখলে তার প্রতিবিম্ব বিপরীত দেয়ালে গঠিত হয়। দর্পণের ফোকাস দূরত্ব কত?
একটি তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু 1600 বছর। কত সময় পরে তেজস্ক্রিয় পদার্থের 15/16 অংশ ক্ষয়প্রাপ্ত হবে?
নিচের কোন ভৌত প্রক্রিয়া শব্দ তরঙ্গ দ্বারা প্রদর্শিত হয় না?
পৃথিবীপৃষ্ঠে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য g । কাল্পনিক একটি গ্রহের ঘনত্ব যদি পৃথিবীর ঘনত্বের সমান হয় এবং ব্যাসার্ধ যদি দ্বিগুণ হয়, তবে এই গ্রহের পৃষ্ঠে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য কত?
একটি বৈদ্যুতিক ইস্ত্রিতে 220V এবং 1200W লেখা আছে। যদি প্রতি ইউনিট বিদ্যুৎ শক্তির মূল্য 1.00 টাকা হয়, তাহলে ইস্ত্রিটি 2 ঘণ্টা চালালে কত খরচ পড়বে?
300Hz কম্পাঙ্কের এবং বিপরীত দিকে অগ্রগামি দুটি অভিন্ন তরঙ্গের উপরিপাতনের ফলে স্থির তরঙ্গের সৃষ্টি হয়েছে। স্থির তরঙ্গের পর পর দুটি নিস্পন্দ বিন্দুর দূরত্ব 1.5m অগ্রগামী তরঙ্গ দুটির বেগ কত?
0°C তাপমাত্রার 2.1kg বরফ 40°C তাপমাত্রার 5.9kg পানির সাথে মিশ্রিত করা হলো। মিশ্রণের তাপমাত্রা কত হবে? পানির আপেক্ষিক তাপ= 4.2×10³ Jkg-1K⁻¹, বরফ গলনের আপেক্ষিক সুপ্ততাপ = 3.36×10⁵ Jkg⁻¹
পানি সাপেক্ষে কাচের প্রতিসরাংক 9/8 । বায়ু সাপেক্ষে কাচের প্রতিসরাংক 3/2। বায়ু সাপেক্ষে পানির প্রতিসরাংক কত?
সরল ছন্দিত গতিতে চলমান একটি বস্তুর মোট শক্তি E । কম্পাঙ্ক অপরিবর্তিত রেখে বিস্তার দ্বিগুণ করলে সরল ছন্দিত গতিতে চলমান বস্তুটির মোট শক্তি কত হবে?
হাইড্রোজেন পরমাণু শক্তি স্তরের প্রকাশ E = − 13.6/n2
একটি কণার ভরবেগ P । কণাটির গতিশক্তি দ্বিগুণ করা হলে এর নতুন ভরবেগ কত হবে?
100 w ক্ষমতা সম্পন্ন একটি হিটারে 2kg ভরের একটি কপারের খণ্ডকে 40s যাবত তাপ দেওয়া হলে খণ্ডটির তাপমাত্রা কত বৃদ্ধি হবে? কপারের আপেক্ষিক তাপ 400J/(kgK)
300Hz কম্পাঙ্কের এবং বিপরীত দিকে অগ্রগামী দুটি অভিন্ন তরঙ্গের উপরিপাতনের ফলে একটি স্থির তরঙ্গের সৃষ্টি হয়েছে। স্থির তরঙ্গের পর পর দুটি নিস্পন্ন বিন্দুর দূরত্ব 1.5m । অগ্রগামী তরঙ্গ দুটির বেগ কত?
একটি কৈশিক নলের ব্যাস 0.04×10⁻⁴m । এর এক প্রান্ত পানিতে ডুবালে পানি নলের ভিতর 0.082m উপরে উঠে। পানির তল টান কত? দেয়া আছে স্পর্শ কোণ= 0 এবং পানির ঘনত্ব= 1.0×10³ kgm⁻³.
একটি ধারকের দুইটি পাতের মধ্যে বিভব পার্থক্য V এবং ধারকের সঞ্চিত শক্তি X । ধারকের বিভব পার্থক্য বৃদ্ধি করে 3V করা হলে, সঞ্চিত শক্তি বৃদ্ধি পেয়ে কত হবে?
সঠিক মান কত?
একটি কমন এম�
একটি গাড়ি সোজা উত্তরদিকে 90m পথ 15s সময়ে অতিক্রম করে। পরবর্তীতে গাড়িটি দ্রুত ঘুরে দক্ষিণ দিকে 40m দূরত্ব 5s সময়ে অতিক্রম করে। এই 20s সময়কালে গাড়িটির গড় বেগের মান কত?
একটি তারের উপর টান F হলে দৈর্ঘ্যবৃদ্ধি হয় x, তারটি যদি হুকের সূত্র মেনে চলে এবং তারের উপাদানের ইয়ং গুনাংক Y হয়, তবে তারে সঞ্চিত বিভব শক্তি কত?
তোমার একটি 15 Ω রোধ প্রয়োজন কিন্তু তোমার কাছে কয়েকটা 10 Ω রোধ আছে। কীভাবে তুমি 10 Ω রোধ ব্যবহার করে 15 Ω রোধটি তৈরি করবে?
বলবিদ্যার বিভিন্ন মৌলিক ভৌত রাশি সমূহ হলো-
5kg ভরের একটি রাইফেল থেকে 20g ভরের একটি বুলেট 1000m/s গতিতে ছুটে যায়। পিছন দিকে রাইফেলের ধাক্কার বেগ কত?
একটি পাথরকে স্থির অবস্থায় একটি উঁচু দালান থেকে ছেরে দেওয়া হলো। ভূমিতে পৌঁছাতে পাথরটির 4s এর বেশি সময় লাগে। বাতাসের ঘর্ষণ ক্ষুদ্র হলে পাথরটির প্রথম 4s সময়ে পতনের দূরত্ব এবং প্রথম 2s সময়ে পতনের দূরত্বের অনুপাত কত?
সীমিত ভর বিশিষ্ট কোন বস্তুকণা শুন্যস্থানে আলোর গতিবেগে চলতে পারে না । নিচের কোন সমীকরণ থেকে এর স্বপক্ষে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য যুক্তি পাওয়া যায়?
একটি বস্তুকে অনুভূমিকের সাথে 30° কোণে নিক্ষেপ করা হলো। পরবর্তীতে একই বস্তুকে একই আদি দ্রুতিতে অনুভূমির সাথে 40° কোণে নিক্ষেপ করা হলো। নিম্নের কোনটি সত্য নয়?
একটি আদর্শ ট্রান্সফর্মারের গৌণ ও মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যার অনুপাত 6:1 । যদি মুখ্য কুণ্ডলীতে প্রতি সেকেন্ডে ব্যয়িত শক্তি 6J হয় , তবে গৌণ কুণ্ডলীতে বৈদ্যুতিক ক্ষমতা কত?
m ভরের একটি বস্তু r ব্যাসার্ধের বৃত্তাকার পথে সমদ্রুতিতে চলছে। বৃত্তাকার গতির পর্যায়কাল T । বস্তুটির উপর কেন্দ্রমুখী বলের মান কত
স্থির অবস্থায় থাকা একটি বস্তু বিস্ফোরণের ফলে M₁ এবং M₂ ভরের দুটি খন্ডে বিভক্ত হয় এবং খন্ড দুইটি বিপরীত দিকে যথাক্রমে V₁ এবং V₂ বেগ প্রাপ্ত হয়। V₁ এবং V₂ এর অনুপাত কত হবে?
Higgs প্রক্রিয়া এক ধরণের-
একই দৈর্ঘ্য এবং একই পদার্থ দিয়ে তৈরি দুটি তার P এবং Q কে একটি ব্যাটারির সাথে সমান্তরালে সংযুক্ত করা হয়েছে। P তারের ব্যাস 2mm এবং Q তারের ব্যাস 1mm । P এবং Q এর তড়িৎ প্রবাহের অনুপাত কত?