x=cosy হলে 1-x2y2-xy1 এর মান কত?
∫1+tan2x1+tanx2dx এর মান কোনটি।
∫0∞e-2xcos4xdx এর মান হলো।
যদি 9 একক বিশিষ্ট একটি বল অজানা একটি বল একই বিন্দুতে ক্রিয়া করে তাদের লদ্ধি অজানা বলের দুই-তৃতীয় অংশ এবং জানা বলের লম্ব হয় তবে অজানা বলটি হবে।
y=sin22x+e2logcos2x হলে dydx এর মান কোনটি?
A+B+C=π ও CosA+CosB+SinC হয় তা হলে B কোণের মান কত?
cos tan-1cot sin-1 x এর মান কত?
‘K’ কোণের মানের জন্য limx→02ex-2e-4x+kxx2 এর মান -15 হবে?
3x-4y= 2 এবং 4x-3y=-1 রেখাদ্বয় এর অন্তভুক্ত সুক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডকেরর সমীকরণ নির্ণয় কর।
একটি উপবৃত্তের শীর্ষদ্বয় (0,±5) ও দিকাকক্ষদ্বয়y=±25/3 হলে উপবৃত্তের সমীকরণ হলো।
cosθ=a cosφ-ba-b cosφ হলে tanθ2tanφ2 এর মান কোনটি।
যদি xy=ex-y হয় তা হলে dydxএর মান কত?
"Calculus" শব্দটির বর্ণগুলোর সবগুলো একত্রে নিয়ে প্রথম ও শেষ অক্ষর ‘u' রেখে সাজানো হলে তার সংখ্যা কত হবে?
C8 n= C4n হলে n এর মান কত?
x3+2x2+3x+4=0 সমীকরণের মূলত্রয় a,b এবং c হলে ab+bc+ca এর মান কত?
Limx→01-cosxx2 এর মান কত?
limx↔θex-e-xx= কত?
ddx(sin-1x)=কত?
ax2+3x+4=0 সমীকরণের মূলদ্বয় সমান হলে a এর মান কত?
cosec16π3=কত?
ddx(xlogx)= কত?
k-এর মান কত হলে 3x-4y+1=0 এবং 4x-ky +22=0 সরল রেখা দুইটির মধ্যবর্তী কোণ এক সমকোণ হবে?
(3,-4) বিন্দুটি 3(x2+y2)=25 x বৃত্তের কোথায় অবস্থিত-
x-3y=0 সরলরেখাটি x অক্ষের যে বিন্দুতে মিলিত হয় তার স্থানাঙ্ক হলো -
px2+qx+r=0 সমীকরণে একটি মূল অপরটির বিপরীত হবে যখন -
A ম্যাট্রিক্সের m×n ক্রম এবং B ম্যাট্রিক্সের ক্রম n×p হলে, AB ম্যাট্রিক্সের ক্রম কোনটি?
(a+b+c)(b+c-a)=3bc হলে, SinA এর মান হবে-
tan 2θ tanθ=1 এর সমাধান কর:
∫x In xdx এর মান কত?
∫02adx2ax-x2 এর মান কত?
limx→π/21-sin xπ2-x এর মান কত?
যদি y=tan-15+6x6-5x হয়, dydxএর মান কত?
10 kg ওজনের একটি ঝুলন্ত বস্তুকে দুটি বল দ্বারা টেনে রাখা হয়েছে। তাদের একটি আনুভূমিক এবং অপরটি আনুভমিকের সাথে 60° কোণে ক্রিয়ারত আছে। আনুভূমিকের দিকে ক্রিয়ারত বলের মান কত?
12N ও 8N মানের দুটি সমমূখী সমান্তরাল বল যথাক্রমে কোন অনড় বস্তুর A ও B বিন্দুতে ক্রিয়ারত আছে। তাদের অবস্থান বিনিময় করা হলে তাদের লব্ধির ক্রিয়াবিন্দু AB বরাবর কতদুর সরে যাবে? দেওয়া আছে,AB=5m.
1,2,8,5,52এবং 22 একক মানের বলগুলি ABCB বর্গক্ষেত্রের যথাক্রমে AB, BC, CD, এবং DA বাহু এবং দুটি বর্ণ AC এবং BD বরাবর ক্রিয়ারত । ABCD বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 5 একক হলে, বরগুলোর লব্ধি হবে-
কুয়ার ভেতর একটি পাথর ছেড়ে দেওয়ার 312sec পর পাথরটি পড়ার শব্দ পাওয়া গেল। যদি শব্দের বেগ 327 m/s হয়, তবে কুয়ার গভীরতা হবে-
1/8 kg ভরের একটি বুলেট 4m লম্বা নল বিশিষ্ঠ রাইফেলের লনমুখ হতে 1280 m\s গতিবেগে নির্গত হয়। নলের মধ্যে বুলেটের উপর কার্যরত বলের মান কত?
একজন সংকেত প্রদানকারীর নিকট ছয়টি পতাকার মধ্যে একটি সাদা, দুটি সবুজ এবং তিনটি লাল পতাকা আছে। উক্ত ব্যক্তি ঠিক পাঁচটি পতাকা ব্যবহার করে কতটি সংকেত তৈরি করতে পারবে?
2x2+6x+5=0 সমীকরণটির মূলের প্রকৃতি নির্ণয় কর-
x এর কোন মানের জন্য নিম্নলিখিত নির্ণায়কের মান শূণ্য হবে?3+x4242+x3234+x
"Immediate" শব্দটির অক্ষরগুলো কত প্রকারে সাজানো যেতে পারে যাদের মধ্যে প্রথমে ‘t' এবং শেষে ‘a' খাকবে?
নিচের ধারাটির মান নির্ণয় কর? 11×2+13×4+15×6+..............∞
(0, -1) এবং (2, 3) বিন্দুদ্বয়ের সংযোগ রেখাকে ব্যাস ধরে অংকিত বৃত্তটি x - অক্ষ থেকে যে পরিমাণ অংশ কাঁটে তা হল:
c এর কোন মানের জন্য y = cx(1+x) বক্ররেখার মূলবিন্দুতে তার স্পর্শক x - অক্ষের সাথে 30° কোণ উৎপন্ন করবে?
5x2+4y2=1 উপবৃত্তের দিকাক্ষের সমীকরণ কি?
∫01dxex+e-xএর মান কত?
cosθ= cos∞ হলে θ এর সাধারণ মান কত?
y=In(x) হলে d3ydx3 এর মান কত?
x = a sinθ হলে y = a cosθ হলে dydx এর মান কত?
একজন বৈমানিক 1900 m উপর দিয়ে 126 kmh-1 বেগে উড়ে যাবার সময় একটি বোমা ফেলে দিল। বোমাটি যে বস্তুতে আঘাত করতে চায় তার আনুভূমিক দুরত্ব কত?