একটি ঘূর্ণায়মান পিতলের গোলকের ভর 0.02 kg ঘূর্ণন অক্ষ হতে এর দূরত্ব 1 m হলে অক্ষ সাপেক্ষে জড়তা ভ্রামক কত?
হঠাৎ সংকুচিত হয়ে পৃথিবির ব্যাসার্ধ অর্ধেক হল, দিনের দৈর্ঘ্যের কি পরিবর্তন হবে?
g=9.8 ms-2 হলে 8000 km ব্যাসার্ধের কক্ষপথে একটি উপগ্রহের বেগ কত?
কোন একটি সেকেন্ডে দোলকের দৈর্ঘ্য 2.25 গুন বৃদ্ধি করা হলে তার দোলনকাল কত হবে?
1 mm2 প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট একটি ইস্পাতের তারের দৈর্ঘ্য 5% বাড়াতে হলে কত বল প্রয়োগ করতে হবে? Y=2×1011Nm-2
”একই তাপমাত্রা এবং চাপে সমান আয়তনের সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে।”-সূত্রটি কার?
যদি শব্দের তীব্রতা দ্বিগুণ করা হয় , তাহলে তীব্রতা লেভেল কত বৃদ্ধি পাবে?
একটি সুষম তরিত ক্ষেত্রে 50 cm ব্যবধানে অবস্থি দুটি বিন্দুর বিভব পার্থক্য 200V হলে তরিৎ ক্ষেত্রের প্রাবল্য কত?
একটি বৃত্তাকার কুন্ডলীর ব্যাস cm এবং পাক সংখ্যা 50 কুন্ডলির মধ্যদিয়ে কত তরিৎ প্রবাহ চললে কুন্ডলির কেন্দ্রে 150 uT -এর চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে?
কোন স্থানের ভূ-চৌম্বক ক্ষেত্রের মান 30 μT এবং আনুভূমিক উপমাংশের মান 26μT হলে ঐ স্থানের বিনতি কত?
80 cm লম্বা একজন বালক তার পুরা দৈঘ্য একটি আয়নাতে দেখতে চাইলে আয়নার দৈঘ্য কম পক্ষে কত হতে হবে?
0.2 g ভরের বৃষ্টির ফোঁটা 200 m/s সমবেগে পতিত হলে তার ওজন হবে-
কোনো তরিৎক্ষেত্রের প্রাবল্য কত হলে সেখানে একটি ইলেকট্রনের ওজনের সমান বল অনুভব করবে ? ইলেকট্রনের ভর =9.1×10-31 কেজি এবং আধান = 1.6×10-19 কুলম্ব
10 সে.মি ফোকাস দুরত্ব বিশিষ্ট একটি অবতল দর্পন থেকে কত দূরে একটি বস্তু স্থপন করলে বাস্তব বিম্বের আকার বস্তুর আকার দ্বিগুন হবে?
রেডিয়ামের গড় আয়ু 2341 দিন হলে তার অর্ধায়ু কত?
একটি বল 20ms-1 বেগে অনুভূমিকের সাথে 45o কোণে নিক্ষেপ করা হলে। বলটি কত দূরত্বে পড়বে?
বিদ্যুৎ চুম্বকীয় বিকিরণের সর্বাধিক তরঙ্গ দৈর্ঘ্য পরিসর নিচের কোনটিতে?
প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দ্বিগুণ করা হলে রোধ কি পরিমাণ হবে?
একটি বস্তুর ভরবেগ দ্বিগুণ হয়ে গেলে উহার গতিশক্তি-
ইনফ্রারেড আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত?
একটি পানিপূর্ণ কূপের গভীরতা ও ব্যাস যথাক্রমে 10 m ও 4 m । একটি পাম্প 20 মিনিট কূপটিকে পানি শূন্য করতে পারে। পাম্প এর অশ্ব ক্ষমতা নির্ণয় কর ।
একটি ক্ষীণ দৃষ্টি সম্পন্ন লোক 0.25 m অপেক্ষা বেশি দূরের বস্তু স্পষ্ট দেখতে পায় না । 0.50 m দূরে অবস্থিত বস্তু সুষ্ঠুভাবে দেখার জন্য তাকে কত ক্ষমতার লেন্স ব্যবহার করতে হবে
কোন কুণ্ডলীতে এক সেকেন্ড তড়িৎ প্রবাহ 0.1 A থেকেু 0.5 A এ পরিবর্তিত হওয়ায় ঐ কুণ্ডলীতে 10 V তড়িৎচালক শক্তি আবিষ্ট হয় । কুণ্ডলীর স্বকীয় আবেশাঙ্ক হবে?
নিম্নের ভৌত রাশিগুলোর তালিকায় কোন ধারাটি ভেক্টর রাশির অর্ন্তগত?
একটি বস্তুকে 1960 cm/sec বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। বস্তুটি যে উচ্চাতয় উঠবে তা হলো-
কোনো ১ম ক্রম বিক্রিয়ার অর্ধায়ু 15 মিনিট হলে, বিক্রিয়ার হর ধ্রুবক হবে-
120 g ভর একটি ক্যালরিমিটারে 0°C তাপমাত্রায় 70 g পানি এবং 10 g বরফ আছে। 100°C তাপমাত্রায় কতটুকু ভরের বাষ্প উক্ত ক্যালরিমিটারের মধ্যে চলনা করলে ক্যালরিটারের মধ্যে তাপমাত্রা 40°C এ উন্নীত হবে?
40Ω
80 Ω
100 Ω
120 Ω
একটি রোধের গায়ে বাদামী, কালো, লাল ও সোনালী রং এর-পট্টি আছে। রোধের সর্বোচ্চ মান কত হবে?
আলোর কোয়ান্টাম নাম ফোটন দেন কে?
আলোক বর্ষের মাত্রা সমীকরণ -
5 x 1014 Hz কম্পাংকের বিকিরণ কোন ধাতবপৃষ্ঠে আপতিত হলে সর্বোচ্চ 2.6 x 10-19 J শক্তি সম্পন্ন ইলেকট্রন নির্গত হয়। ঐ ধাতুর সূচন কম্পাংক কত?
একটি কোণকের উচ্চতা সর্বদা তার ভূমির ব্যাসার্ধের সমান থাকে। যদি তার ভূমির ব্যাস বৃ্দ্ধির হার 7mm sec-1 হয় তবে 16mm ব্যাস থাকা অবস্থায় তার আয়তন বৃদ্ধির আনুমানিক হার হবে-
“a” এর মান কত হলে ai⇀ -2j→ + k → এবং 2ai→ – aj→ –4k→ ভেক্টর দুটি পরস্পর লম্ব হবে?
একজন সাইকেল আরােহী ঘণ্টায় 24 km বেগে 30 m ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে মােড় নিচ্ছে। তাঁকে উলম্বের সাথে কত কোণে হেলে থাকতে হবে?
একজন চালক তার গাড়ী S=1/2t2+20t সূত্রানূসারে চালাতে আরম্ভ করল।3মিনিট পর তার গাড়ির অতিক্রান্ত দূরত্ব এবং প্রাপ্ত বেগ কত হবে ?
দুটি স্থানে অভিকর্ষজ ত্বরণের মান যথাক্রমে 9.8 ও 9.8ms-2 হলে, ঐ দুই স্থানে সেকেন্ডে দোলকের দৈর্ঘ্যের পার্থক্য কত হবে?
দুটি ভেক্টরের স্কেরার গুনফল 18 এবং ভেক্টর গুনফলের মান 63 ভেক্টরদ্বয়ের মধ্যবর্তি কোণ কত?
0°C তাপমাত্রার 1 kg বরেফকে 0°C তাপমাত্রার পানিতে পরিণত করতে এনট্রপির পরিবর্তন কত?
কোন কেলাসটি দ্বৈত প্রসারক কেলাস?
গরু দ্বারা ধান মাড়াইয়ের সময় সর্বাধিক বেগে দৌড়াতে হয় - i . নিকটবর্তী গরুকে ii. দূরবর্তী গরুকে iii. সবগুলো সমান বেগে নিচের কোনটি সঠিক?