স্থির অবস্থা থেকে 10 k V বিভব পার্থক্যের মধ্য দিয়ে গেলে একটি ইলেকট্রনের চূড়ান্ত বেগ কত হবে?
একজন দীর্ঘ দৃষ্টিসম্পন্ন ব্যক্তির স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব 50 cm। তিনি 2.5 D ক্ষমতার চশমা ব্যবহার করেন। এতে তার স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব কতটুকু হ্রাস পাবে?
একটি অবতল দর্পণের ফোকাস দূরত্ব 20 cm । দর্পণটি হতে কত দূরে একটি বস্তু স্থাপন করলে চার গুণ আকারের একটি বাস্তব প্রতিবিম্ব পাওয়া যায়?
একটি সমবাহু প্রিজমের প্রতিসরাঙ্ক 2 হলে এর নূন্যতম বিচ্যুতি কোণ কত?
1 kg বস্তুকে সম্পূর্ণ শক্তিতে রুপান্তরিত হলে কি পরিমাণ শক্তি পাওয়া যাবে?
সিলভার নাইট্রেট দ্রবণে 1.2 A প্রবামাত্রা 20 মিনিট ধরে চালনা করলে ক্যাথোডে 106.66 gm রুপা জমা হয়। রুপার তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কত?
A=5i^-4j^+2K এবং B=3i^-3j^+k ভেক্টরদ্বয় একটি সামান্তরিকের সন্নিহিত দুইটি বাহু নির্দেশ বাহু নির্দেশ করলে তা ক্ষেত্রফল কত?
পিষ্টন-সিলিন্ডারের ভিতর আবদ্ধ স্বাভাবিক তাপমাত্রা ও চাপের শুষ্ক বায়ু সঙ্কুচিত করে এর আয়তনের অর্ধেক করা হলো। যদি তাপমাত্রা অপরিবর্তিত থাকে, তবে চূড়ান্ত চাপ কত হবে?
ট্রিটিয়ামের অর্ধায়ু 12.50 বছর। 25 বছর পর একটি ট্রিটিয়ামের বস্তুখন্ডের কত অংশ অবশিষ্ট থাকবে?
27°C তাপমাত্রা 1 kW ক্ষমতার একটি ইলেকট্রিক কেতলিতে 2 লিটার পানি আছে । কেতলিটিকে 10 মিনিটের জন্য সুইচ অন করা হল । যদি চার পাশের তাপ হ্রাসের হার 160 J/sec হয়, তবে 10 মিনিটে কেতলির তাপমাত্রা কত হবে
ভূমির সঙ্গে 30° কোণে আনত একটি মসৃণ তল AB এর সর্বোচ্চ বিন্দু A থেকে একটি বস্তু মসৃণ ভাবে গড়িয়ে 10 sec পরে B বিন্দুতে আসলে । ভূমি হতে A এর উচ্চতা কত
একটি বড় পাত্রের আয়তন 480 m3 এবং তাপমাত্রা 293 K । তাপমাত্রা 298 K উন্নত হলে বায়ুর শতকরা কত অংশ বের হয়ে যাবে
50 kg ভরের এক ব্যক্তি 5 sec এ কোন সিঁড়ি বেয়ে 20 ধাপ উপরে উঠল । প্রতি ধাপের উচ্চতা 10 cm লোকটি কত ক্ষমতা ব্যবহার করল
2.7×104 amp/m প্রাবল্যের একটি চৌম্বক ক্ষেত্রে 0.2×10-4 m2 ক্ষেত্রফলের একটি লোহার দণ্ডে 5.3×10-5 Wb ফ্লাক্স উৎপন্ন হয় । চৌম্বক আবেশ নির্ণয় কর ।
একটি ট্রেন 50 km/hr বেগে চলা অবস্থায় ব্রেক কষে 60 cm/sec2 মন্দন সৃষ্টি করা হল । ট্রেনটি কত দূর গিয়ে থামবে
একটি এমিটার দিয়ে 1 A পর্যন্ত পাঠ নেয়া যায় । ইহার আভ্যন্তরীণ রোধক 0.81 ohm । ইহার পাঠ পরিধি 10 A পর্যন্ত বর্ধিত করিতে আভ্যন্তরীণ রোধক যাহা ইহার সাথে সান্ট সংযোগ দিতে হবে এর মান হবে
2 ওহম রোধক এর ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট এর মান হবে
একটি ইঞ্জিন চালিত নৌকার বেগ 14 km/hr । নদীর প্রস্থ 12.125 km হলে নদীটির আড়াআড়ি পাড়ি দিতে কত সময় লাগবে? স্রোতের বেগ 7 km/hr
একটি 500 m3 আয়তনের ঘরের বাতাসের তাপমাত্রা 37°C. এয়ার কুলার ব্যবহার করার জন্য বাতাসের তাপমাত্রা কমে 22°C হলে । যদি ঘরে বায়ুচাপ সমান থাকে, তবে শতকরা কত ভাগ বাতাস ঘরের মধ্যে আসবে/বাহির হয়ে যাবে
1050 Hz কম্পন সংখ্যা বিশিষ্ট একটি শব্দের উৎস তোমার নিকট হতে 20 m/sec গতিতে একটি পাহাড়ের দিকে চলছে । আগত শব্দের কত কম্পন সংখ্যা তুমি শুনবে? শব্দের বেগ =330 m/sec
23 m উঁচু একটি দালানের ছাদ থেকে একটি বল খাড়াভাবে নিচের দিকে নিক্ষেপ করা হল । নিচে দাঁড়ানো এক লোক ভূমি থেকে 3 m উঁচুতে বলটি ধরে ফেলল । ধরার মুহূর্তে বলটির গতিবেগ ছিল 40 m/sec । নিক্ষেপ করার সময় বলটির গতিবেগ কত ছিল
একটি কার্নো ইঞ্জিন 500 K তাপমাত্রার তাপ উৎস থেকে 300 cal তাপ গ্রহণ করে এবং তাপ গ্রাহকে 225 cal তাপ বর্জন করে । তাপ গ্রাহকের তাপমাত্রা কত
5.5 m গভীর একটি সুইমিং পুল পানিতে ভর্তি । পানির প্রতিসরাংক 1.33 হলে উপর থেকে সুইমিং পুলটির তলদেশ প্রকৃত অবস্থান থেকে কতটুকু উপরে দেখা যাবে
নিজ ঘূর্ণন অক্ষের সাপেক্ষে দুটি বস্তুর জড়তার ভ্রামক যথাক্রমে 1 এবং 21 । যদি তারের ঘূর্ণন গতি শক্তি সমান হয়, তাদের কৌণিক ভরবেগের অনুপাত কত
একটি টানা তারে প্রবাহিত অগ্রগামী তরঙ্গের সমীকরণ y = 10sint0.02-x100, যেখানে x ও y এর একক সেন্টিমিটার এবং t এর একক তরঙ্গটির গতি কত
400W এর একটি হিটার কত সময় যাবৎ চালালে 96Cal তাপ উৎপন্ন হবে?
কোনো একটি সমতল দর্পণের উপর আলোক রশ্মি আপতিত হলো এবং দর্পনটিকে 20° কোণে ঘুরানো হলো। এতে প্রতিফলিত রশ্মি কত ডিগ্রি কোণে ঘুরে যাবে?
কাঁচের সংকট কোণ কত?
সমবাহু প্রিজমের প্রতিসরাংক √2 হলে এর ন্যুনতম বিচ্যুতি কোণ কত?
হলোগ্রাফি তৈরিতে কোন রশ্মি ব্যবহৃত হয়?
0°C তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ কত হবে?
জড়তার ভ্রামকের মাত্রা কোনটি?
ত্রি-মাত্রিক স্থানাংক ব্যবস্থায় একটি ভেক্টরের আদি বিন্দুর স্থানাংক (5, 4, 3) এবং শেষ বিন্দুর স্থানাংক (8, 6, 5)। ভেক্টরের মান কত?
140 Ib ভরের একজন লোক দৌড়াইয়া 3.8 sec এ 11 ft খাড়া পথ অতিক্রম করে উপর তলায় উঠল, তার ব্যয়িত ক্ষমতা কত?
পৃথিবীর চতুর্দিকে r ব্যাসার্ধের কক্ষপথে V বেগে একটি উপগ্রহ ঘুরছে। কক্ষপথের ব্যাসার্ধ 1% কমালে এর গতি শতকরা কত বৃদ্ধি পাবে?
পারদ ও কাঁচের মধ্যকার স্পর্শ কোণ কত হবে?
একটি সরল দোলকের দোলকপিন্ডটি পানি দ্বারা পরিপূর্ণ করলে দোলন কাল কি হবে?
আকাশে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিকণা জমে যায় এবং শিলা আকারে পৃথবীতে নেমে আসে?
প্রতিধ্বনি শোনার জন্য উংস ও প্রতিফলনের ন্যূনতম দুরত্ব কত?
পানি ও গ্লিসারিনের প্রতিসরাঙ্ক যথাক্রমে 1.33 ও 1.47 হলে এদের মধ্যকার সংকট কোণ কত হবে?
একটি বস্তু স্থির অবস্থা থেকে 4ms-² ত্বরণে যাত্রা শুরু করলে 6 sec পর বস্তুটি কতৃক অতিক্রান্ত দূরত্ব কত হবে?
বায়ুর সংস্পর্শে 20°C তাপমাত্রায় পানির তলটান কত হবে?
2 Kg ভরের একটি বস্তু 3m উঁচু হতে পড়ে তাপে রূপান্তরিত হলে, তাপের পরিমাণ কত হবে?
একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য যদি 2.25 গুণ বৃদ্ধি করা হয়, তবে দোলকটির দোলনকাল কত হবে?
একটি 60W এর বাতি 5 min জ্বললে ব্যায়িত শক্তি হবে?
চৌম্বক প্রবেশ্যতার একক কোনটি?
একটি তরঙ্গের দু'টি বিন্দুর দশা পার্থক্য π/2 হলে, বিন্দুদ্বয়ের পথ পার্থক্য কত হবে?
কোনটি অন্তরক পদার্থ?
বহুতল বিশিষ্ট একটা দালানের ছাদের কিনারা থেকে একটা পাথরকে ছেড়ে দেওয়া হলো।পাথরটি ভূমিতে পড়ার 2 sec দালানের ছাদ থেকে 44.1 m নিচে নেমে আসে।পাথরটি ভূমিতে পড়তে কত সময় লাগে? একটি ঘড়ির সেকেন্ডের কাঁটার কৌণিত বেগ কত?
একটি ঘড়ির সেকেন্ডের কাঁটার কৌণিত বেগ কত?