যদি A→=B→ হয়, তবে A→×B→ এর মান কত?
যদি একটি বস্তু 2য় সেকেন্ডে 10 m এবং 3য় সেকেন্ডে 20 m সমত্বরণে অতিক্রম করে তবে এর ত্বরণ কত?
100 kg ভরের একটি বস্তুর ভরবেগ 200 kg ms-1 হলে এর গতি শক্তি কত?
কোনটি মহাকর্ষীয় বিভবের একক নির্দেশ করে?
কোথায় পৃথিবীর মহাকর্ষীয় ক্ষেত্রের তীব্রতা বেশী?
দুটি ভেক্টরের স্কেলার গুণফল 18 এবং ভেক্টর গুণফল 63 একক হলে ভেক্টরদ্বয়ের মধ্যবর্তী কোণ কত?
জড়তা পরিমাপের একক কী?
একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য 4গুণ বৃদ্ধি পেলে ইহার দোলনকাল কত সেকেন্ড?
কোনো গ্যাসে 50 cm ও 50.5 cm তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট দুটি তরঙ্গ প্রতি সেকেন্ডে 6টি বিট উৎপন্ন করলে ঐ গ্যাসে শব্দের বেগ কত?
একটি ট্রানজিস্টরের ক্ষেত্রে α=0.95 এবং IE = 1 mA হলে β কত?
কোনো গ্যাসে 50 cm ও 50.5 তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট দুটি তরঙ্গ প্রতি সেকেন্ডে 6 টি বীট উৎপন্ন করলে ঐ গ্যাসে শব্দের বেগ কত?
একটি ট্রানজিস্টরের ক্ষেত্রে α=0.95 এবং IE=1 mA হলে β
একটি নভাে দুরবীক্ষণ যন্ত্রের অভিলক্ষ এবং অভিনেত্রের ফোকাস দূরত্ব যথাক্রমে 125 এবং 10cm । নিকট ফোকাসিং এর ক্ষেত্রে যন্ত্রটির দৈর্ঘ্য কত হবে?
একটি ধাতব পাতের প্রস্থ 2cm এবং পুরুত্ব 0.4 cm। পাত ধারণকারী তলের লম্ব বরাবর একটি চৌম্বক ক্ষেত্রে পাতটিকে রাখলে 50μV বিভব পার্থক্যের সৃষ্টি করে। হল তড়িৎ ক্ষেত্রের মান কত?
একটি বস্তুকে 50m/s বেগে আনুভূমিকের সাথে 45° কোণে নিক্ষেপ করা। হলে সর্বাধিক উচ্চতায় উঠতে কত সময় লাগবে?
36kg ভরের একটি বস্তুর উপর কি পরিমাণ বল প্রয়ােগ করলে এক মিনিটে এর বেগ ঘন্টায় 15km বৃদ্ধি পাবে?
ভূমির উপর খাড়াভাবে দণ্ডায়মান একটি টেলিগ্রাফ পােষ্টের সাথে 20 মিটার দীর্ঘ একটি শক্ত দড়ির এক প্রান্ত বাঁধা আছে এবং অপর প্রান্ত ধরে একটি লােক নির্দিষ্ট বল প্রয়ােগে টানছে। পােষ্টটির কোন স্থানে দড়ি বাঁধলে লােকটির পক্ষে তা উল্টিয়ে ফেলা সহজতম হবে?
দুটি একই মাত্রার বল এক বিন্দুতে এমনভাবে ক্রিয়াশীল যেন তাদের লব্ধির মানও তাদের সমান, সেক্ষেত্রে বলদ্বয়ের মধ্যবর্তী কোণ হলাে-
একটি পাম্প ঘণ্টায় 25×106 kg পানি 50m গভীর কুয়া থেকে তুলতে পারে। পাম্পের ক্ষমতা 70% কার্যকর হলে প্রকৃত ক্ষমতা কত?
1.4m দীর্ঘ এবং 10-6m2 প্রস্থচ্ছেদের একটি সুষম ধাতব তার টেনে 4×10-3m প্রসারিত করতে সম্পাদিত কাজের পরিমাণ কত? [Y=2x1011N/m2]
পৃথিবীর ভর চন্দ্রের ভরের 80 গুণ এবং তাদের ব্যাসার্ধ যথাক্রমে 12800 km এবং 3200 km। চন্দ্র পৃষ্ঠের অভিকর্ষজ ত্বরণের মান কত?
একটি শব্দ তরঙ্গ উৎসের বিস্তার 0.25cm এবং কম্পাংক 400Hz । বাতাসে শব্দের বেগ 332m/s এবং বায়ুর ঘনত্ব 1.293kg/m3 হলে প্রতি সেকেন্ডে প্রতি বর্গমিটারে প্রবাহিত শক্তি কত?
একটি শ্রেণিকক্ষে শব্দের তীব্রতা 10-7 W/m2। শব্দের তীব্রতা দ্বিগুণ হলে তীব্রতা লেভেল কত হবে?
0.02m ব্যাসার্ধ বিশিষ্ট 64টি গােলাকার ফোঁটাকে একত্রিত করে একটি বড় ফোঁটায় পরিণত করা হল। যদি প্রতি ফোঁটায় 1C চার্জ বিদ্যমান থাকে, তবে বড় ফোঁটার বিভব কত হবে?
একটি কুন্ডলীতে 1.015 s সময়ে তড়িৎ প্রবাহ 0.1A থেকে 0.5A এ পরিবর্তিত হওয়ায় ঐ কুন্ডলীতে 12V তড়িৎচালক শক্তি আবিষ্ট হয়। কুন্ডলিটির স্বকীয় আবেশ গুণাঙ্ক কত হবে?
0.56Am2 চৌম্বক ভ্রামক বিশিষ্ট কোন দণ্ড চুম্বককে আনুভূমিক ও মুক্তভাবে দোল দিলে তা প্রতি মিনিটে ছয় বার পূর্ণদোলন দেয়। ঐ চুম্বকের জড়তার ভ্রামক নির্ণয় কর। [H = 32μT]
22cm2 ক্ষেত্রফল বিশিষ্ট একটি চামচের উপর 0.01mm পুরু রূপার প্রলেপ দিতে হবে। ব্যবহৃত তড়িৎ প্রবাহমাত্রা 0.1A হলে, কত সময় ধরে তড়িৎ প্রবাহিত করতে হবে? রূপার তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক 1.118 x 10-6 kg/C এবং রূপার ঘনত্ব 10500 kg/m3
কোন ট্রানজিষ্টর সাধারণ পীঠ সংযােগে সংযুক্ত। এর নিঃসারক প্রবাহ 0.88mA এবং পীঠ প্রবাহ 0.065mA। প্রবাহ বিবর্ধন গুণক কত?
একজন মহাশূন্যচারী 30 বছর বয়সে 2.6 x 108m/s বেগে ধাবমান = মহাকাশযানে চড়ে ছায়াপথ অনুসন্ধানে গেলেন। তিনি 55 বছর পর পৃথিবীতে ফিরে আসলেন। তাঁর বর্তমান বয়স কত?
সরল ছন্দিত গতিতে চলমান একটি বস্তুর সমীকরণ Y=10sin12t-π/6; এখানে Y এর একক মিটার, t এর একক sec এবং দশা ধ্রুবকের একক rad। বস্তুটির সর্বোচ্চ দ্রুতি কত?
কোন অপবর্তন গ্রেটিং এর প্রতি সেন্টিমিটারে 5000 রেখা রয়েছে। এর ভিতর দিয়ে 5890A∘ তরঙ্গ দৈর্ঘ্যের আলাে ফেললে দ্বিতীয় চরমের জন্য অপবর্তন কোণ কত?
একটি দেয়াল ঘড়ি মিনিটের কাঁটার দৈর্ঘ্য 20cm হলে ,এর প্রান্তের রৈখিক বেগ কত ?
একটি ইলেকট্রন নিউক্লিয়াসের চারিদিক 5.2×10-11mব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে 2.18×106ms-1 বেগে প্রদক্ষিণ করে । ইলেকট্রনের ভর 9.1×10-31kg হলে কেন্দ্রমুখী বলের মান কত?
একটি ভ্যাকুয়ম ক্লিনার ও একটি টিভির তীব্রতা লেভেল যথাক্রমে 86db এবং 84db । এদের সম্মিলিত শব্দের তীব্রতা লেভেল কত ?
10kg ভরের পড়ন্ত বস্তুর ত্বরণ কত,যখন বাতাসের বাধা 78N?
পৃথিবীপৃষ্ঠ হতে সর্বদা 620km উর্ধ্বে থেকে একটি কৃত্রিম উপগ্রহ পৃথিবীর চারিদিক কত অনুভুমিক বেগে প্রদক্ষিণ করে ?দেওয়া আছে g=9.8ms-2 এবং পৃথিবীর ব্যাসার্ধ R=6380km
একটি গ্যাসের অণুর ব্যাসার্ধ 3.510-10m এবং প্রতি ঘন সেন্টিমিটার অণুর সংখ্যা 2.6910-19।অণুর গড় মুক্ত পথ কত?
একটি ত্রূটিপূর্ণ থার্মোমিটার গুলিত বরফে 5°cএবং শুল্ক বাষ্পে 99°cপাঠ দেয়।থার্মোমিটার 52°cপাঠ দিলে ফারেনহাইট স্কেলে প্রকৃত তাপমাত্রা কত?
একটি কার্নো ইন্জিন বাষ্প ও বরফ বিন্দুর মধ্যে কাজ করলে দক্ষতা কত?
60kgভরের একজন লোক প্রতিটি 15cm উঁচু 50টি সিঁড়ি 20sec উঠতে পারে ।লোকটির অশ্বক্ষমতা কত?
একটি টাংস্টেন বাতির পৃষ্ঠের ক্ষেত্রফল 0.4cm2। এটি 3000kতাপমাত্রায় আলো ছড়াচ্ছে। বিকরিত শক্তির হার কত?(σ=5.7×10-8Wm-2K-4)
1 cm2 প্রস্থচ্ছেদ বিশিষ্ট তামার তারকে টেনে দ্বিগুণ লম্বা করতে কত বলের প্রয়োজন হবে? [y=2×1011N/m2]
একটি ট্রেন 1000 কম্পাঙ্কের বাঁশি বাজাতে বাজাতে 75 kmh-1 বেগে স্থির শ্রোতের দিকে অগ্রসর হয়। শ্রোতার নিকট শব্দের কম্পাঙ্ক কত মনে হবে? শব্দের বেগ = 33000cms-1
100Ω রোধের একটি গ্যালভানোমিটার 10 mA তড়িৎ প্রবাহ নিরাপদে গ্রহণ করতে পারে। 10 A তড়িৎ প্রবাহ মাপার জন্য কত রোধের একটি সান্ট দরকার হবে?
কোন স্থানে ভূ- চৌম্বকক্ষেত্রের অনুভূমিক উপাংশের মান 35.76μT এবং বিনতি 45° হলে, ঐ স্থানে ভূ-চৌম্বকক্ষেত্রের মান কত?
একটি আবেশকের স্বকীয় আবেশ 45 হেনরি। এতে5.0×10-2 সেকেন্ডে তড়িৎ প্রবাহ 8 A থেকে 5 A এ পরিবর্তীত হয়। এর আবিষ্ট তড়িৎ -চালক বল কত?
তিনটি ধারকের ধারকত্ব যথাক্রমে 2μF, 3μF ও 6μF । এদেরকে শ্রেণীতে সংযুক্ত করলে তুল্য ধারকত্ব কত হবে?
0.5kg ভরের ও 0°C তাপমাত্রার বরফকে 100°C তাপমাত্রার বাষ্পে পরিণত করতে কত তাপ প্রয়োজন?
কোন ধর্মের কারণে পানির ফোঁটা গোলাকৃতির হয়?
কোন বাড়ির প্রধান মিটারে 6A - 220 Volt লেখা আছে। 60 Volt লেখা আছে। 60 watt এর কতগুলি বাল্ব নিরাপদে ব্যবহার করা যাবে?