আলোকবর্ষ ( light year) কিসের একক?
নিচের উল্লেখিত কোনটি আলোক তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি ?
আফলা রশ্মি কি?
'আলে হচ্ছে photon - এর সমষ্টি -এই উক্তির প্রমাণ পাওয়া যায় কোন পরীক্ষণ থেকে?
কোন রঙের আলোর জন্য নির্দিষ্ট মাধ্যমের প্রতিসরাঙ্কের মান সবচেয়ে বেশি ?
বায়ুতে একটি কাঁচ খণ্ডের সংকট কোণ 30° ।2 প্রতিসরাঙ্ক বিশিষ্ট কোন মাধ্যমে নিমজ্জিত রাখলে উহার সংকট কোণ কত হবে?
একটি দোলকে ঘূর্ণায়মান কৃত্রিম উপগ্রহের অভ্যন্তরে নেয়া হলে দোলনকাল :
দুটি স্পন্দনরত কণার সরণ যথাক্রমে x =A Sin ϖt এবং A cos ϖt হলে এদের দশার পার্থক্য
চাঁদের বায়ুশূন্য স্থানে স্থিরাবস্থা থেকে একটি পালক ও একটি সীসার বলকে ফেলা হল। পালকের ত্বরণ হবে -
6 Watt ক্ষমতাসম্পন্ন একটি মোটর 1 minute এ কতটুুকু কাজ করবে?
কোথায় পৃথিবীর মহাকর্ষীয় ক্ষেত্রের তীব্রতা বেশি ?
নিচের কোন জােড়ায় মাত্রা সমান ?
কৌণিক বেগের মাত্রা কোনটি?
l দৈর্ঘ্যের একটি সরু দন্ডের প্রান্ত দিয়ে এবং এর দৈর্ঘ্যের সাথে লম্বভাবে অতিক্রান্ত অক্ষের সাপেক্ষে তার চক্রগতির ব্যাসার্ধ -
একটি লিফট 1 m/sec2 ত্বরণে নিচে নামছে। লিফটের মধ্যে দাঁড়ানো একজন ব্যক্তির ভর 65 kg হলে তিনি যে বল অনুভব করবেন:
100 ms-1 বেগে বন্দুকের একটি গুলি 2m পুরু দেয়াল ভেদ করে বেরিয়ে আসায় 50ms-1 বেগ প্রাপ্ত হয়। 100 ms-1 বেগ সম্পন্ন গুলিকে সম্পূর্ণ থামাতে কত মিটার পুরু দেয়ালের প্রয়োজন হবে ?
স্ক্রু-গজ দ্বারা ন্যূনতম কত দূরত্ব মাপা যাবে?
স্লাইড ক্যালিপার্স দ্বারা নূন্যতম কত দূরত্ব মাপা যায়?
পিচ্ছিল বরফের উপর 1kg ওজনের একটি পাথর 2ms-1 বেগে চলার 10s পর ঘর্ষণের ফলে থেমে গেল। এখানে ঘর্ষণ বল কত?
একটি ইঞ্জিন 3400 J তাপ গ্রহণ করে এবং 2400 J তাপ বর্জন করে। ইঞ্জিনের দক্ষতা কত?
একটি ক্যাপাসিটর কাজ করে-
ভূ-পৃষ্ঠে এক ব্যক্তির ওজন 50 km । কত উচ্চতায় গেলে তার ওজন অর্ধেক হবে?
2650 km
1600 km
3200 km
6400 km
4m দৈর্ঘ্য এবং 30.5 mm ব্যাসের একটি স্টিলের তারের উপর 5kg ভর প্রয়োগ করলে দৈর্ঘ্য বৃদ্ধি পাবে-
+2d ক্ষমতা সম্পন্ন একটি লেন্সের ফোকাস দূরত্ব কত হবে?
একটি দূরবীক্ষণ যন্ত্রের সর্বনিম্ন বিবর্ধন ক্ষমতা M, যদি নলের ফোকাস দূরত্ব দ্বিগুণ করা হয়, তবে বিবর্ধন ক্ষমতা হবে-
500 g ভরের একটি বস্তুকে স্থির অবস্থান থেকে বল প্রয়োগ করে 1 g দূরত্বে সরালো হলো। বস্তুটির উপর কী পরিমাণ কাজ করা হলো?
250 V সম্পন্ন বিদ্যুৎ লাইনের সাথে সংযুক্ত একটি হিটারের কাজ করতে 8A বিদ্যুতের প্রয়োজন হয়। হিটারের শক্তি কত?
পৃথিবীর চৌম্বকীয় অক্ষ এবং ভৌগলিক অক্ষ সমন্বয়ে তৈরি কোণের পরিমাণ-
নিম্নের উক্তিগুলোর মধ্যে কোনটি ভূল?
এক মিলিমিটার ব্যাসার্ধের এক ফোঁটা পানিকে দশ লক্ষ সমান ব্যাসার্ধের ফোঁটাতে পরিণত করা হলো। পৃষ্ঠশক্তি বৃদ্ধির মান কত?
0.2 Kg ওজনের একটি বল 20m উচ্চতা হতে পতিত হল। ইহ্ মাটিতে পড়ার দরুন 30 J শক্তি ক্ষয় হল। মাটিতে প্রতিঘাতের পর ইহা কত উচ্চতায় উঠবে? যেখানে g= 10 m/sec2 ।
শব্দ-তরঙ্গ যখন বাতাস এবং পানির মধ্যে চলে তখন নিম্নের কোনটি অপরিবর্তনীয় থাকে?
20μA এর চার্জ বিহীন একটি ক্যাপাসিটরের মধ্যে দিয়ে 4A তড়িৎ প্রবাহ (ডি. সি) 3 মিলিসেকেন্ডের জন্য প্রবাহিত করা হলো। ক্যাপাসিটরের দুই পাতের বিভব পার্থক্য নির্ণয় কর?
একটি সমান্তরাল পাত ধারকে চার্জের পরিমাণ 25C । যদি প্রতিটি পাতের কার্যকরী ক্ষেত্রফল 5cm2 হয় তড়িৎ ক্ষেত্রে তড়িৎ ফ্লাক্স ঘনত্ব কত হবে তা নির্নয় কর।
ধর পানির প্রতসরাংক 1.33 এবং আলোক রশ্মি বাতাস মাধ্যমে পানির উপরি তলে 50° কোণে আপতিত হলে পানিতে প্রতিসরিত কোণের মান হবে-
যখন ট্রানজিস্টারের নিঃসারক/পীঠ জংশন বিমুখী ঝোঁকে থাকে, তখন সংগ্রাহকে তড়িৎ প্রবাহ-
একটি 100N বল একটি বস্তুর উপরে 5sec ক্রিয়া করে। বস্তুটির ভরবেগের পরিবর্তন হলো-
যদি কোন একটি বস্তুর ফারেনহাইট থার্মোমিটারে তাপমাত্রা -40° হয় তবে সেলসিয়াস থার্মোমিটারে ইহা হবে-
ভূ-পৃষ্ঠর উপর কোন বস্তুর মুক্তি বেগ হল-
-10°C তাপমাত্রায় 2kg বরফকে 0°C তাপামাত্রায় পানিতে পরিণত করতে প্রয়োজনীয় তাপের প্রয়োজন হবে-
একটি গোলকের ব্যাসার্থ হলো 9 × 109m। গোলকটির ধারকত্ব হল?
কাঁচের প্রতিসরণ গুণাঙ্ক 1.5 হলে কাঁচে আলোর বেগ কত হবে?
একটি ধাতব পদার্থের সূচন শক্তি হলো 1.07 eV। এর সূচন কম্পাঙ্ক বের কর?
একটি কণার বেগ কত হলে এর ভর দ্বিগুণ হবে?
বিটা ক্ষয়ে ট্রিটিয়ামের (1H3) অর্ধায়ু 12.5 বছর। 25 বছর পর একটি খাঁটি ট্রিটিয়াম বস্তুখন্ডের কত অংশ অবশিষ্ট থাকবে?
কোনো ফাঁকা স্থানে একটি বস্তুকণার মোট শক্তি এর স্থিতাবস্থার শক্তির দ্বিগুণ হলে বস্তুকনাটির দ্রুতি কত?
একটি অবতল দর্পনের ফোকস দূরত্ব 16 cm. দর্পন হতে কত দূরে বস্তু স্থাপন করলে 4 গুণ বিবর্ধিত অবাস্তব প্রতিবিম্ব পাওয়া যাবে?
একটি বস্তুর নিশ্চল ভর এবং চলমান ভরের মধ্যে সম্পর্ক হলো-
25Ω রোধের একটি গ্যালভানোমিটারে সাথে কত রোধের একটি শান্ট যুক্ত করলে মোট প্রবাহমাত্রার 1% গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যাবে?
নিউটনীয় বলবিদ্যার মূল স্বীকার্য্য সংখ্যা-