4x2+4y2-8x+24y-17=0 বৃত্তের কেন্দ্র হতে x-y-6=0 জ্যা টির উপর অঙ্কিত লম্বের পাদ বিন্দ হতে জ্যাটি Y অক্ষকে যেখানে ছেদ করে তার দূরত্ব কত ?
x216+y225=1 উপবৃত্তের ফোকাসদ্বয় ও 2x2+2y2+12x-16y-13=0 বৃত্তের কেন্দ্র দ্বারা গঠিত ত্রিভূজের ক্ষেত্রফল কত ?
যদি cos(A+B) sin (C+D) =cos (A-B) sin (C-D) হয়, তাহলে tanD এর মান কোনটি ?
limx→0sinx-loge(excosx)x sinx এর মান কোনটি ?
যদি y=(1xn)1n হয়, তবে dydx এর মান কোনটি ?
যদি y=sin3 x হয়, তবে yn এর মান কত ?
দুটি সংখ্যার যোগফল 7 হলে সংখ্যা দুটির গুণফলের মান হলো -
∫cosθ+sinθcosθ-sinθdθ এর মান হলো -
∫0∞22dxx2-14x+170 এর মান কত ?
একটি ব্যাগে 12 টি লাল ও 16 টি কালো বল আছে । পরপর দুটি বল নেওয়া হলে উভয় টি একই রঙের হওয়ার সম্ভাবনা কত ?
X এর ক্রমবর্ধমান শক্তিতে loge(1-3x+2x2)-1 এর বিস্তার xn এর সহগ নির্ণয় কর ?
ax + by - c = 0 সরলরেখাটি অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভূজটি উৎপন্ন করে তার ক্ষেত্রফল কত বর্গিএকক?
C6n=C8n হলে n এর মান কোনটি?
x3+m2= 0 সমীকরণের মূলত্রয়ের গুলফল কোনটি?
1-x-2 এর সাধারণ পদ কোনটি?
2,6,12,20 ........ সিরিজের ষষ্ঠ পদ কোনটি?
9 + 40i এর বর্গমূল কত?
n বাহু বিশিষ্ট একটি সমতল ক্ষেত্রের কৌণিক বিন্দুগুলোর সংযোগ রেখা দ্বারা গঠিত কর্ণের সংখ্যা কত?
একটি সরলরেখা (0,3), (3,6) বিন্দু দিয়ে অতিক্রম করে, রেখাটি সমীকরণ কোনটি?
u আদি বেগে একটি বস্তু α কোণে উপরের দিকে নিক্ষিপ্ত হলে উহার সর্বোচ্চ উচ্চতায় উঠার সময় কত?
স্রোত না থাকলে এক ব্যক্তি 100 m চওড়া নদী সাঁতার দিয়ে 4 মিনিটে পার হয় এবং স্রোত থাকলে এক মিনিট সময় বেশী লাগে স্রোতের বেগ কত?
ABC সমবাহু ত্রিভুজে 2sinA2 এর মান কোনটি ?
fx=1e-x হলে Limh→0 f(x+h)-f(x)h এর মান কোনটি?
y= p2-2p + 1; x = 3p2 এবং dydx=0 হলে P এর মান কোনটি?
fx=sin x + cos x এর fx + f(-1) = 0 হলে x এর মান কোনটি?
n = 7 এবং m = 5 হলে dndxn(xm) এর মান কোনটি?
কোনো বিন্দুর কার্তেসিয়ান স্থানাংক (x ,y) হলে পোলার স্থানাংক কোনটি?
x=1p এবং y = log P হলে dydx এর মান কোনটি?
x=-1 হলে ∫01log ex4 dx এর মান কোনটি?
(3,5) এবং (5,4) বিন্দুগামী রেখার উপর লম্ব রেখার ঢালের মান কোনটি?
9x2+25y2=225 উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত?
ax2 +bx + c =0 সমীকরণের মূলদ্বয় α ও β হলে (aα + b)-2 + (aβ +b)-2 এর মান নির্ণয় কর।
y=x গ্রাফে (x,y) বিন্দুটির মান নির্ণয় কর যা (4,0) বিন্দুর নিকটতম ।
মান নির্ণয় কর Ltx→0 tan sx-sin sxx3, s>0
x2+2ax +y2=0 বক্ররেখার উপর স্পর্শকের স্পর্শক বিন্দুগুলো নির্ণয় কর যেখানে স্পর্শকসমূহ x- অক্ষের উপর লম্ব।
মান নির্ণয় কর: 300-24020000-105-3-401060-1032
-114
x=b রেখাটি y =(1 -x)2 , y=0 এবং x=0 দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে R1(0≤x≤b) এবং R2 (b ≤x≤1) অংশদ্বয়ে বিভক্ত করে যেখানে R1-R2 =14 b এর মান নির্ণয় কর।
সমাধান কর: sinθ + sin2θ +sin3θ =1 + cosθ + cos2θ , o<θ<π
বর্গমূল নির্ণয় কর : cosθ + isinθ, i=-1
একটি বস্তু কণার সরণ x(t) =t(3-2t)2 । যে সময়ে বস্তুর বেগ ও সরণের সংখ্যামান সমান , তা নির্ণয় কর। বস্তুটির সময় , বেগ ও সরণের সংখ্যামান সমান হওয়ার সময়ও নির্ণয় কর।
-646 এর মান কত
একটি বাঘ 20 m দূরে একটি হরিণকে দেখতে পেয়ে স্থিরাবস্থা হতে 3 m/sec^2 ত্বরণে হরিণটির পশ্চাতে দৌড়াল । হরিণটি 13 m/sec সমবেগে দৌড়াতে থাকলে কতক্ষণ পরে বাঘটি হরিণকে ধরতে পারবে
নিম্নের অসীম ধারাটির যোগফল নির্ণয় কর । 11!+52!+93!+134!+.................
তিনটি সদৃশ বাক্সে লাল ও সাদা বল আছে । ১ বাক্সে 3টি লাল ও 2টি সাদা বল, ২য় বাক্সে 4টি সাদা ও 5টি সাদা বল, ৩য় বাক্সে 2টি লাল ও 4টি সাদা বল আছে । একটি বাক্স দৈবচায়িত ভাবে নির্বাচন করে একটি বল নেয়া হলে যদি বলটি লাল হয়, তবে বলটি ২য় বাক্স হতে নেয়ার সম্ভাবনা কত
একটি পাতলা তারের দুই প্রান্তে সংযুক্ত 5 kg এবং 3 kg ভরের দুইটি বস্তু একটি পুলির উভয় পার্শ্বে অবাধে ঝুলছে 4 sec পর তারটি ছিঁড়ে গেল । হালকা ভরটি আর কতদূর উঠবে এবং আর কতক্ষণ পর যাত্রাস্থলে ফিরে আসবে
ABCD আয়তক্ষেত্রের AB, BC, CD, DA এবং AC রেখা বরাবর যথাক্রমে 3, 8, 7, 11 ও 5 একক বলসমূহ কার্যরত আছে । যদি AC =10 একক ও BC = 6 একক হয়, তবে বলগুলো দ্বারা সৃষ্ট যুগলের ভ্রামক এর মান কত হবে
x2+y2 = 16 বৃত্তের স্পর্শক x অক্ষের সাথে 30° কোন উৎপন্ন করে । স্পর্শকটির সমীকরণ নির্ণয় কর ।
xy+x2y2 = C সমীকরণটির dydx এর মান কত হবে
100 থেকে 999 সংখ্যাগুলোর মধ্যে যেসব সংখ্যায় 1টি জোড় ও 2টি বিজোড় অংশ আছে তাদের মোট সংখ্যা কত
যদি 32 ঢাল বিশিষ্ট একটি সরলরেখা ax+3y-7 = 0 সরলরেখার উপর লম্ব হয়, তবে a এর মান হবে