এইচ সি-৯৫ কোন পাটের জাত?
পাটের জমি চাষ করতে হয় কোন মাসে?
ফাল্গুনি তোষা (ও-৯৮৯৭) পাট চাষে শতক প্রতি কত কেজি ইউরিয়া প্রয়োগ করতে হয়?
কোনটি দ্বারা পাটের বীজ শোধন করা যায়?
সারিতে পাট বীজ বুনলে এক সারি থেকে অন্য সারির দূরত্ব কত সেমি হবে?
সারিতে পাট বীজ বুনলে এক বীজ থেকে অন্য বীজের দূরত্ব কত সেমি হবে?
পাটের চারা গজানোর কত দিন পর চারা পাতলাকরণের কাজটি করতে হয়?
পাটের পাতার উল্টা পিঠে কোন পোকার স্ত্রী মথ ডিম পাড়ে?
পাটের পাতা সাদা পর্দার মতো করে ফেলে কোন পোকা?
কোন পোকা গাছের গোড়া কেটে মাঝে মাঝে পাট ক্ষেত গাছশূন্য করে ফেলতে পারে?
ঘোড়া পোকা কোন ফসলের সবচেয়ে বেশি ক্ষতি করে থাকে?
কোন পোকাটি পাট গাছের কচি ডগা কেটে দেয়?
কেরোসিন ভেজা দড়ি পাটের উপর দিয়ে টেনে দিলে কোন পোকার আক্রমণ কমে যায়?
পাটক্ষেতে কত ধরনের মাকড় দেখা যায়?
কোন মাকড়টি কচি পাতায় আক্রমণ করে পাতার রস চুষে খায়?
একটানা খরায় পাট ক্ষেতে কীসের আক্রমণ বেশি দেখা যায়?
মাকড় দমন করতে কত অনুপাতে নিম পাতার রস পানির সাথে মিশিয়ে পাটক্ষেতে প্রয়োগ করতে হয়?
কালো পট্টি কীসের রোগ?
কেনাফ ও মেস্তা পাটে কোন রোগটি দেখা যায়?
পাটের কোন রোগে গাছ শুকিয়ে মারা যায়?