ধানের ভেজা বীজতলায় মই দেওয়ার পর কতদিন ফেলে রাখতে হয়?
ধানের বীজতলায় চারা হলদে হয়ে গেলে কী প্রয়োগ করতে হয়?
বীজতলার চারা হলদে হয়ে গেলে প্রতি বর্গমিটারে কত গ্রাম ইউরিয়া প্রয়োগ করতে হবে?
ধানের বীজতলায় সালফারের অভাব হলে প্রতি বর্গমিটারে কত গ্রাম জিপসাম সার উপরি প্রয়োগ করতে হয়?
ধান চাষে জৈব সার কখন প্রয়োগ করতে হয়?
চারা রোপণের পর জমিতে ইউরিয়া সার কত কিস্তিতে ছিটিয়ে প্রয়োগ করতে হয়?
ধান চাষে ইউরিয়া সার প্রথম কিস্তিতে চারা রোপণের কত দিন পর প্রয়োগ করতে হয়?
ধান চাষে কতটি কুশি আসলে দ্বিতীয় কিস্তি ইউরিয়া প্রয়োগ করতে হবে?
জমিতে শতক প্ৰতি কত কেজি পচা গোবর দিলে ভালো ফলন পাওয়া যায়?
ধান চাষে শতক প্ৰতি কত গ্রাম ইউরিয়া প্রয়োগ করা হয়?
ধান চাষেশতক প্রতি কত গ্রাম টিএসপি দরকার?
ধান চাষে শতক প্রতি কত গ্রাম দস্তা সার প্রয়োজন?
গঙ্গাবাহিত পলি মাটি অঞ্চলে কোন সার বেশি দিতে হয়?
জাত ও মৌসুম ভেদে সমতল জমিতে কত বয়সের চারা রোপণ করা হয়?
ধান চাষে সারি থেকে সারির দূরত্ব কত সেমি হবে?
ধান চাষে সারিতে এক গোছা থেকে অন্য গোছার দূরত্ব কত সেমি হওয়া দরকার?
ধান চাষের জমিতে কখন সেচ দেওয়ার প্রয়োজন হয়?
ধানের জমিতে কমপক্ষে কতবার আগাছা দমন করতে হয়?
ধান ফসলে কোন পোকার উপদ্রব দেখা যায়?
ধান ফসলে মাজরা পোকা কোন ঋতুতে আক্রমণ করে?