জলবায়ুর উন্নয়নে দীর্ঘমেয়াদি ব্যবস্থা কী?
ঘাসে বিষক্রিয়া দেখা দেয় কখন?
গবাদিপশুর কৃমি রোগের কারণ কী?
খরাতে গবাদিপশুকে দিতে হবে কোন খাদ্য?
পরিবেশের সাথে অভিযোজন করে কে?
ধানের খরা সহিষ্ণু জাত হচ্ছে—
i. ব্রি ধান ৫৬
ii. ব্রি ধান ৫৭
iii. ব্রি ধান ৫৮
নিচের কোনটি সঠিক?
খরা সহিষ্ণু ফসলের বৈশিষ্ট্য-
i. গভীর মূলী ও সরু পাতাযুক্ত
ii. যুক্ত শাখা-প্রশাখা
iii. মূল খুবই দৃঢ়
খরা সহিষ্ণু গমের জাত হলো -
i. প্রদীপ
ii. গৌরব
iii. কিরণ
লবণাক্ততা সংবেদনশীল ফসল হলো-
i. শিম
ii. লেবু
iii. তুলা
বন্যা সহিষ্ণু স্থানীয় জাতের গভীর পানির আমন ধানের মধ্যে রয়েছে—
i. দিশারি
ii. বাজাইল
iii. ফুলকুড়ি
নিম্নতাপমাত্রার ফলে -
i. ফসলের জীবনকাল বৃদ্ধি পায়
ii. ফসলের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়
iii. ফসলের জীবনকাল হ্রাস পায়
আমন মৌসুমে লবণাক্ত এলাকায় চাষ করতে হয়—
i. বিআর ২৩
ii. ব্রি ধান ৪০
iii. ব্রি ধান ৪১
ফসলের খরা সহ্যকরণের কৌশলের মধ্যে রয়েছে -
i. কোষের পানি শূন্যতা রোধকরণ
ii. উপোসকরণ
iii. সালোকসংশ্লেষণ দক্ষতা বৃদ্ধিকরণ
নির্দিষ্ট সময় পর্যন্ত পানির নিচে থাকা অবস্থায়ও ধান গাছ মরে না যাওয়ার কারণ হলো—
i. অ্যারেনকাইমা টিস্যু
ii. টিস্যুর মধ্যে প্রচুর বায়ুকুটুরির উপস্থিতি
iii. বায়ুকুটুরিতে খদ্যের উপস্থিতি
উচ্চ তাপমাত্রায় ফসলের কমে যায়—
i. সালোকসংশ্লেষণ
ii. শ্বসন
iii. প্রস্বেদন
জলবায়ু পরিবর্তনের কারণে—
i. মাছের প্রজনন বাধাগ্রস্ত হচ্ছে
ii. মাছের ডিম কম নিষিক্ত হচ্ছে
iii. পেটে ডিম এলে সাথে সাথে ছেড়ে দিচ্ছে
বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের ফলে অনেক মাছ পরিবর্তন করছে—
i. অভিপ্রায়ন পথ
ii. প্রজননক্ষেত্র
iii. বিচরণক্ষেত্র
লবণাক্ততা সহনশীল মাছ হলো—
i. চিংড়ি
ii. কাঁকড়া
iii. বাটা
পশু-পাখির অভিযোজন নির্ভর করে -
i. আবহাওয়া ও জলবায়ুর ওপর
ii. বায়ু প্রবাহ ও বায়ুর উপাদানের ওপর
iii. জলবায়ু পরিবর্তনের ওপর
খরাবস্থায় পশুকে -
i. উঁচু স্থানে রাখতে হয়
ii. ছায়াযুক্ত স্থানে রাখতে হবে
iii. প্রক্রিয়াজাত খড় খাওয়াতে হবে