নিচের কোনটি খরা সহিষ্ণু ধানের জাত?
কোনগুলো খরা সহিষ্ণু গমের জাত?
বাংলাদেশের কোন অঞ্চলের মাটিতে লবণাক্ততার প্রভাব দ্রুত বাড়ছে?
লবণাক্ত মাটি থেকে কোন উপাদানটি সংগ্রহ করতে ফসলের অসুবিধা হয়?
উত্তম লবণাক্ততা সহিষ্ণু ফসলের জাত?
মধ্যম লবণাক্ততা সহিষ্ণু ফসল কোনটি?
নিচের কোন ফসলগুলো মধ্যম লবণাক্ততা সংবেদনশীল?
দেশের উপকূলীয় লবণাক্ততা এলাকার ফসল কোনটি?
ধানের লবণাক্ত সহিষ্ণু জাত কোনটি?
ব্রি ধান-৪৭ জাতের জীবনকাল কতদিন?
ধানের কোন জাতটি প্রতিকূল পরিবেশে সবচেয়ে বেশি কার্যকর?
‘সৈকত' কোন ফসলের জাত?
দেশের বিস্তৃত বন্যা প্রবণ এলাকার প্রধান ফসল কোনটি?
কিরণ ও দিশারী কোন ফসলের জাত?
কোন জাতের আখে উচ্চমাত্রায় চিনি থাকে?
আখের কোন জাতটি একাধিক পরিবেশে অভিযোজনে সক্ষম?
তাপমাত্রা বৃদ্ধির ফলে কোন ফসলে রোগের আক্রমণ বেড়ে যায়?
প্রতি বছর দেশে কত লক্ষ হেক্টর জমি খরার সম্মুখীন হয়?
তাপমাত্রা বৃদ্ধির ফলে কোন ধানের ফলন কমে যাবে?
বাংলাদেশে তীব্র খরা হয় কোন জেলায়?