আউশ জাতের উফশী ধান রোপণে চারার বয়স কত দিন হবে?
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত শুধু আমন মৌসুমে চাষ করা যায় এরূপ উফশী ধানের জাত কতটি?
ব্রি ধান-৬২ কোন মৌসুমে চাষ করা হয়?
আমন মৌসুমে রোপণের জন্য চারার বয়স কত দিন হতে হবে?
শুধু বোরো মৌসুমে চাষ করা যায় এরূপ উফশী জাত কতটি?
বোরো মৌসুমে ধানের বীজ কত ঘণ্টা জাগ দিয়ে রাখতে হয়?
বোরো মৌসুমের উফশী জাত কোনটি?
বোরো মৌসুমে উফশী ধানের চারার বয়স কত দিন হবে?
নির্বাচিত ধান বীজে শতকরা কতভাগ গজানোর ক্ষমতা থাকে?
কোনটি বীজ শোধনের কাজে ব্যবহৃত হয়?
৫ কেজি ধান বীজের জন্য কত গ্রাম কার্বক্সিন + থিরাম ব্যবহার করতে হবে?
এক শতক জমিতে ধানের বীজতলার মাপ কত হয়?
নালা বাদ দিয়ে ১ শতক জমিতে প্রতিটি বীজতলার আকার কত হবে?
বীজতলার দুই খণ্ডের মাঝখানে কত সেমি ফাঁকা জায়গা রাখতে হবে?
আউশ ধানের অঙ্কুর বের হওয়ার সময়কাল কত ঘণ্টা?
আমন ধানের অঙ্কুর বের হওয়ার জন্য কত ঘণ্টা সময় লাগে?
আউশ মৌসুমে জাগ দেওয়া বীজ কত ঘণ্টার মধ্যে অঙ্কুরিত হয়?
আমন মৌসুমে কত ঘণ্টার মধ্যে ধান বীজ অঙ্কুরিত হয়?
রিপন তার ৩ শতক বীজতলায় ধান বীজ বপন করতে চায়। সে কত কেজি বীজ জাগ দিয়ে অঙ্কুরিত করবে?
ধান বীজতলার প্রতি বর্গমিটার বেডে কত গ্রাম বীজ ছিটিয়ে দেওয়া হয়?