পাতার দাগ রোগ কোন ফসলে দেখা দেয়?
সারকোম্পেরা নামক ছত্রাক দ্বারা মাসকলাই এর কোন রোগটি হয়?
ওইডিয়াম প্রজাতির ছত্রাক দ্বারা মাসকলাইয়ের কোন রোগটি হয়?
সাদা মাছি কোন রোগটির বাহক হিসেবে কাজ করে?
মাসকলাই ফসল কোন পোকা দ্বারা আক্রান্ত হয়?
মাসকলাইয়ের গড় ফলন হেক্টর প্রতি কত টন হয়ে থাকে?
ধান চাষের জন্য উপযোগী মাটি—
i. এঁটেল
ii. পলি দোআঁশ
iii. বেলে
নিচের কোনটি সঠিক?
ধানের স্থানীয় জাত —
i. টেপি
ii. বিনাশাইল
iii. গিরবি
স্থানীয় উন্নতজাতের ধান –
i. ধানের উৎপাদন খড়ের চেয়ে বেশি
ii. পোকা ও রোগের আক্রমণ কম হয়
iii. অধিক কুশি গজায়
আধুনিক ধান বলা হয় -
i. উফশী ধানে স্বল্প জীবনকাল সংযোজিত হলে
ii. স্থানীয় জাতের ধানে খরা সঞ্চিতা সংযোজিত হলে
iii. উচ্চ ফলনশীল জাতের ধানে লবণাক্ততা সহিষ্ণুতা সংযোজিত হলে
শুধু বোরো মৌসুমেই চাষ করা যায় এরূপ ধানের জাত -
i. ব্রি ধান ৫৭
ii. ব্রি ধান ৪৫
iii. ব্রি ধান ৫০
ধান বীজ জীবাণুমুক্ত করা যায় -
i. রোদে ২-৩ ঘন্টা শুকিয়ে
ii. ৫২-৫৫ ডিগ্রি সে গরম পানিতে ১৫ মিনিট ডুবিয়ে রেখে
iii. প্রতি কেজিতে ৩০ গ্রাম কার্বক্সিন (১.৭৫%) + থিরাম (১.৭৫%) ব্যবহার করে
ভেজা ও শুকনো বীজতলা তৈরি করা হয় –
i. নিচু ও এঁটেল মাটি সম্পন্ন জমিতে
ii. উঁচু ও দোআঁশ মাটি সম্পন্ন জমিতে
iii. নিচু ও বেলে দোআঁশ মাটি সম্পন্ন জমিতে
বন্যাকবলিত এলাকায় তৈরি করা যায় -
i. ভেজা বীজতলা
ii. ভাসমান বীজতলা
iii. দাপোগ বীজতলা
ধান বীজতলার দুই বেডের মাঝে সৃষ্ট নালা প্রয়োজন -
i. পানি নিকাশের জন্য
ii. সার প্রয়োগের জন্য
iii. ঔষধ প্রয়োগের জন্য
চারা তোলার পূর্বে বীজতলায় পানি সেচ দিয়ে মাটি ভিজিয়ে দিলে—
i. বীজতলার মাটি নরম হয়
ii. চারা তুলতে সুবিধা হয়
iii. শিকড় ছিড়ে যায় না
ধান চাষে শতক প্রতি সার দেওয়া হয় –
i. ইউরিয়া
ii. এমওপি
iii. জিপসাম
চারা পরিবহনের সময়—
i . ট্রাক বা বাসে পরিবহন করা যাবে না
ii. পাতা ও কাণ্ড মোড়ানো যাবে না
iii. বস্তাবন্দী করে পরিবহন করা যাবে না
জমিতে শেষ চাষ দেওয়ার পূর্বে মাটির সাথে মিশাতে হবে -
i. টিএসপি
ii. দস্তা
iii. ইউরিয়া
চারা রোপণের পর ইউরিয়া সার প্রয়োগ করতে হয়—
i. চারার গোছায় ২-৩টি কুশি আসা অবস্থায়
ii. কাইচথোড় আসার ৫-৭ দিন আগে
iii. ১৫-২০ দিন পর