পাট ক্ষেতে হলদে মাকড়ের আক্রমণে—
i. কচি পাতা কুঁকড়ে যায়
ii. গাছ হেলে পড়ে
iii. ফুলের পাপড়ি কালচে হয়ে যায়
নিচের কোনটি সঠিক?
পাটক্ষেতে মাকড় দমনে —
i. চুন ও গন্ধক পানিতে মিশিয়ে ছিটাতে হবে
ii. কাঁচা নিমপাতার রস পানির সাথে মিশিয়ে ছিটাতে হবে
iii. ইউরিয়া মিশ্রিত পানি ছিটাতে হবে
পাটের শুকনো ক্ষত রোগে—
i. আক্রান্ত স্থান ফেটে যায়
ii. আক্রান্ত অংশ শক্ত হয়
iii. ক্ষতস্থানে জীবাণু সৃষ্টি হয়
সঠিক সময়ে পাট কাটলে—
i. পাটের ফলন কম হয়
ii. পাটের গুণাগুণ ভালো হয়
iii. পাটের ফলন ভালো হয়
পাটে জাগ এমনভাবে দিতে হবে যাতে –
i. জাগের উপর ৩০ সেমি পানি থাকে
ii. জাগের নিচে ৬০ সেমি পানি থাকে
iii. পানিতে কোন স্রোত না থাকে
নিচের কোনটি সঠিক ?
জাগ দেওয়া পাটের উপর ইউরিয়া ছিটিয়ে দিলে—
i. পাট তাড়াতাড়ি পচে
ii. আঁশের রং ভালো হয়
iii. ওজন বেশি হয়
পাট একটি—
i. আঁশ জাতীয় ফসল
ii. অর্থকরী ফসল
iii. তেল জাতীয় ফসল
পাটের গুরুত্ব রয়েছে—
i. কৃষিজাত শিল্পে
ii. ঔষধি শিল্পে
iii. পরিবেশ সংরক্ষণে
তৈল জাতীয় ফসল বীজ হলো—
i. গম
ii. সরিষা
iii. তিল
সরিষা চাষের জন্য উপযোগী -
i. বেলে দোআঁশ মাটি
ii. পলি দোআঁশ মাটি
iii. এঁটেল মাটি
সরিষার উন্নত জাত হলো—
i. কল্যাণীয়া
ii. সোনালী
iii. রূপালী
পাউডারি মিলডিউ রোগ প্রতিরোধে—
i. ম্যালাথিয়ন স্প্রে ব্যবহার করতে হবে
ii. টিল্ট বা থিওভিট প্রয়োগ করতে হবে
iii. রোগমুক্ত বীজ বপন করতে হবে
সরিষার জাত হলো—
i. টরি-৭
ii. বিনা মাস-১
iii. সম্পদ
মধ্য আশ্বিন থেকে মধ্য কার্তিক মাস পর্যন্ত বোনা যায়—
i. সোনালি সরিষা
ii. বারি সরিষা-৮
iii. কল্যাণীয়া
আশ্বিন মাসের শেষ সপ্তাহ থেকে কার্তিক মাসের শেষ সপ্তাহ পর্যন্ত বপন করা যেতে পারে—
i. বারি সরিষা-১৪
ii. বারি সরিষা-১৫
iii. বারি সরিষা-৮
জাত, মাটি ও মাটিতে রসের তারতম্য অনুসারে সরিষার জমিতে প্রয়োগ করা হয় -
i. কম্পোস্ট সার
ii. জিঙ্ক সালফেট
iii. বোরাক্স
সরিষার বীজে বালি বা ছাই মিশিয়ে ছিটাতে হয় কারণ এতে –
i. বীজ জমিতে সমভাবে পড়ে
ii. কোথাও ঘন কোথাও পাতলা হবার আশঙ্কা কম থাকে
iii. বীজের অপচয় হয় না
সরিষায় জাব পোকার আক্রমণে -
i. ফুল ও ফল ধারণ বাধাগ্রস্ত হয়
ii. ফল কুঁচকে ছোট হয়ে যায়
iii. শতকরা ৩০-৭০ ভাগ ফলন কম হয়
সরিষা বীজের অঙ্কুরোদগম ক্ষমতা নষ্ট হয়—
i. বীজ ভালোভাবে না শুকিয়ে সংরক্ষণ করলে
ii. সংরক্ষিত বীজ মাঝে মাঝে রোদে না দিলে
iii. শুকানো বীজ গরম অবস্থায় সংরক্ষণ করলে
সরিষা ফসল খুবই গুরুত্বপূর্ণ—
i. কৃষিক্ষেত্রে
ii. অর্থনৈতিক ক্ষেত্রে
iii. ঔষধ শিল্পে