কোন ব্যান্ডেজ প্রাথমিক চিকিৎসায় বিশেষভাবে ব্যবহৃত হয়?
আহত ব্যক্তিকে সর্বপ্রথম চিকিৎসা দেয়াকে কী ধরনের চিকিৎসা বলে?
একজন প্রাথমিক চিকিৎসক কীভাবে রোগীর ক্ষতস্থানের যত্ন নিবে?
প্রাথমিক চিকিৎসার ইংরেজি রূপ কী?
প্রাথমিক চিকিৎসার প্রথম কাজ কোনটি?
নখ কাটার সময় রাজু আঙুল কেটে ফেলেছে। এক্ষেত্রে তার ক্ষতস্থানে প্রাথমিকভাবে করণীয় কোনটি?
ব্যান্ডেজ কত প্রকার?
অনেক লেজবিশিষ্ট ব্যান্ডেজকে কী বলে?
মাল্টি টেইল ব্যান্ডেজ দেখতে কোন আকৃতির?
দুর্ঘটনা মোকাবেলার জন্য প্রত্যেকের কোনটি সম্পর্কে ধারণা থাকা দরকার?
'Aid' অর্থ কী?
হাত ঝুলিয়ে রাখার জন্য ব্যান্ডেজ দিয়ে যে বাঁধন দেয়া হয় তাকে কী বলে?
একজন খেলোয়াড়ের হাঁটুতে আঘাত লাগলে কী ধরনের ব্যান্ডেজ ব্যবহার করা হয়?
সম্পূর্ণ বাহু বেধে ঝুলিয়ে রাখাকে কী বলে?
হাতের কব্জি ঝুলিয়ে রাখার জন্যে কোনটি ব্যবহার করা হয়?
কাফ স্লিং এ হাতের কব্জিতে ব্যান্ডেজ দিয়ে কোন গিট দিতে হয়?
সুলতানা নাসরিন একজন প্রাথমিক চিকিৎসক। তার কাজ হলো- -
i. রোগ নির্ণয় করা
ii. চিকিৎসা করা
iii. হাত জীবাণুমুক্ত করা
নিচের কোনটি সঠিক?
জয়ের হাতে ব্যান্ডেজ করার সময় আঙ্গুলগুলো কেমন থাকবে?
জয়ের হাতের ভাঙা অংশে ব্যান্ডেজ করা হবে-
i. আর্ম স্লিং-এর মাধ্যমে
ii. কালার এন্ড কাফ স্লিং-এর মাধ্যমে
iii. কব্জিতে ব্যান্ডেজ দিয়ে ক্লোভ হিচ গিট দিয়ে
এইডস কী?