শিক্ষার্থীর সুনাগরিক হিসেবে গড়ে ওঠতে কোনটির প্রয়োজন?
শিক্ষা প্রতিষ্ঠান কোন ধরনের প্রতিষ্ঠান?
স্ম্যাশ বা চাপ মারার কাজে কোন স্ট্রোক ব্যবহার করা হয়?
উদ্দীপকের বিষয়টি শারীরিক শিক্ষার কোন দিককে নির্দেশ করে?
উক্ত কার্যক্রমে অংশগ্রহণ করে শিক্ষার্থীরা অর্জন করে –
I. শারীরিক গুণাবলি
ii. মানসিক গুণাবলি
iii. সামাজিক গুণাবলি
নিচের কোনটি সঠিক?
ব্যাডমিন্টন খেলা ভালোভাবে আয়ত্ত্বের জন্য প্রয়োজন –
i. হাত ও কব্জির নমনীয়তা
ii দৈহিক উচ্চতা
iii. পায়ের কাজ
সর্বপ্রথম আমেরিকাতে বাস্কেটবল খেলার প্রচলন হয় কত সালে?
বাস্কেটবল প্রতিযোগিতামূলক খেলা হিসাবে বার্লিন অলিম্পিকে কত সালে অন্তর্ভুক্ত হয়?
বাস্কেটবল খেলায় বলের রং কেমন হবে?
হ্যান্ডবলে সর্বোচ্চ কত স্টেপ বল হাতে করে নেয়া যায়?
উক্ত কারণে পুনরায় খেলা কীসের মাধ্যমে শুরু হবে?
উক্ত খেলায় বিপক্ষ দলকে ফ্রি থ্রো দেওয়া হবে—
i. গোলরক্ষক নিয়মভঙ্কা করলে
ii. অখেলোয়াড়োচিত আচরণ করলে
iii. ত্রুটিপূর্ণভাবে খেলোয়াড় বদলি করলে
নিচের কোনটি সঠিক ?
হকি খেলার মৌলিক কৌশল কোনটি?
শুটিং সার্কেল শব্দটি কোন খেলার সাথে সম্পর্কযুক্ত?
ছবি খেলায় একটি স্থির বলকে পুশের মাধ্যমে হাঁটু পর্যন্ত ওঠানোকে কী বলে?
ছবি খেলায় বলসহ সামনে এগিয়ে যাওয়াকে কী বলে?
হকি খেলার মৌলিক কৌশল হলো—
i. হিট ও স্টপিং
ii. পুশ ও ক্লিক
iii. ড্রিবলিং ও লে-আপ
১৯০৮ সালে গঠিত আন্তর্জাতিক সাঁতার সংস্থার নাম কী?
কোথায় সর্বপ্রথম প্রতিযোগিতামূলক সাঁতার অনুষ্ঠিত হয়?
বুক সাঁতার কাটার সময় দেহটাকে কী অবস্থায় রাখতে হয়?