সাম্যের আচরণ কিসের সাথে সম্পর্কিত?
শ্রীশঙ্করাচার্য সাধারণ মানুষের জন্য নিম্নের কোন গ্রন্থটি রচনা করেন?
সুমনার উপবাস থেকে ভাই এর কপালে আঙুল স্পর্শ করার কারণ -
i. ভাইয়ের মঙ্গল কামনা
ii. ভাইয়ের দীর্ঘায়ু কামনা
iii, ভাইকে বিপদমুক্ত রাখা
নিচের কোনটি সঠিক?
মানব জীবনে সর্বশেষ আশ্রম কোনটি?
নারীর প্রতি সম্মান প্রদর্শনের জন্য কী পূজা করা হয়?
নিয়মিত উপাসনার ফলে সুমিতা দেবীর-
i. হৃদয় পরিশুদ্ধ ও পবিত্র হবে
ii. মনের দৃঢ়তা বৃদ্ধি পাবে
iii. ঈশ্বরের সান্নিধ্য লাভের প্রত্যাশা পূরণ হবে
সৌভাগ্য ও সৌন্দর্যের দেবী কে?
প্রতীক উপাসনা কী যোগ নামে পরিচিত?
নাট্যশাস্ত্র ও বাস্তুশাস্ত্রের উদ্ভাবক কোন দেবতা?
অবতার কয় পর্যায়ের হতে পারে?
ঈশ্বর যখন নির্গুণ থাকেন তখন তাকে কী বলে?
বিষ্ণুকে স্মরণ করলে-
i. পাপ দূরীভূত হয়ে
ii. হৃদয় পবিত্র হয়
iii. মনে শান্তি আসে
ঈশ্বর কোন দেবতারূপে সৃষ্টির প্রতিপালন করেন?
'তমাদিদেব পুরুষঃ পুরাণ- শ্লোকাংশটি কোথা থেকে সংকলিত হয়েছে?
বিষ্ণুর দশ অবতারের মধ্যে রয়েছে-
i. মৎস্য, বরাহ
ii. বামন, রাম
iii. কূর্ম, বলরাম
ওঁ-এর পূর্ণরূপ কী?
লক্ষ্মী পূজার কারণ কী?
ঈশ্বর প্রয়োজনে সাকার হতে পারে কেন?
হিন্দুধর্মের বিশ্বাস অনুযায়ী কখন কল্কির আবির্ভাব ঘটবে?
জ্ঞানীর কাছে ঈশ্বর কেমন?