ইন্দ্রিয়গুলোকে বাহ্য বিষয় থেকে প্রতিনিবৃত্ত করে কে?
'রেগে গেলেন তো হেরে গেলেন'- এ মতাদর্শে কোন চেতনা বিরাজ করবে?
যাগযজ্ঞের অনুশীলন করে আর্যগণ নিচের কোন দুটির প্রতি প্রার্থনা জানাতেন?
জীবের পুনর্জন্ম হয় কী অনুযায়ী?
i. পাপ
ii. পুণ্য
iii. কর্মফল
নিচের কোনটি সঠিক?
স্মৃতিশাস্ত্রের প্রথম দু আশ্রমে যার পরিচয় মেলে-
ব্রহ্মচর্যাশ্রমে থেকে শিষ্যকে গুরুর নির্দেশে কেমন জীবনযাপনে অভ্যস্ত হতে হয়?
কারা ব্রহ্মকে বিভিন্ন নামে ও রূপে অভিহিত করেছেন?
অপরিগ্রহ কোন সাধনের অঙ্গ?
কারা ঈশ্বরের ভিন্ন ভিন্ন শক্তি বা গুণের অধিকারী?
অবতারবাদ কোন ধর্মের অন্যতম বিশ্বাস?
দুষ্কৃতকারীদের অত্যাচার-অনাচার সমাজ জীবনকে কী করে তোলে?
ঈশ্বর কেমন সত্তা?
পণাতীর্থে প্রতিবছর কিসে বহুলোকের সমাগম হয়?
চতুরাশ্রমের প্রথম আশ্রম কোনটি?
যোগসাধনা বলতে যা বোঝায়-
উপনিষদের ঋষিরা কর্ম ত্যাগ করে কোনটি গ্রহণের উপদেশ দেন?
জ্ঞানী পরম সুখে অবস্থান করেন কেন?
শৌচ কয় প্রকার?
গুরু বা যোগীর নিকট আসন প্রক্রিয়া শিক্ষা করা দরকার কেন?
অষ্টাঙ্গ যোগের স্তরগুলোকে কয় ভাগে ভাগ করা যায়?