আমাদের জাতীয় সংগীতের রচয়িতা কে?
রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় মৃত্যুবরণ করেন?
রবীন্দ্রনাথ ঠাকুর একাধারে ছিলেন—
i. কবি ও দার্শনিকii. গীতিকার, সুরকার ও শিক্ষাবিদiii. চিত্রশিল্পী, নাট্য-প্রযোজক ও অভিনেতা
নিচের কোনটি সঠিক?
'পাছে লোকে কিছু বলে' কবিতা অনুসারে মানুষ কীসের সমালোচনা করে?
কবির মতে, আমরা কাজ করতে পারি না কেন?
কবির মতে, কীসে আমাদের সংকল্প টলে?
লোকের সমালোচনার ভয়ে সর্বদা কী টলে বলে কবি উল্লেখ করেছেন?
আমাদের মনের সংকল্প নড়বড়ে হয়ে যায় কেন?
'পাছে লোকে কিছু বলে' এমন মনোভাব মানুষকে কী করে?
কবির মতে, লোকের সমালোচনার ভয়ে কবি কোথায় থাকেন বলে উল্লেখ করেছেন?
‘পাছে লোকে কিছু বলে' কবিতায় কবি কেন নিজেকে সংগোপনে রাখেন?
কবির মতে, সম্মুখে চরণ না চলার কারণ কী?
আমাদের অন্তরের চিন্তাগুলোকে কবি কীসের সাথে তুলনা করেছেন?
কবির মতে, হৃদয়ে বুদবুদের মতো ওঠা চিন্তা কোথায় মিশে যায়?
হৃদয়ে বুদবুদ মতো'— কী ওঠে?
‘পাছে লোকে কিছু বলে' কবিতার আলোকে 'শুভ্র' শব্দটির অধিকতর গ্রহণযোগ্য অর্থ কোনটি?
'শুভ্র চিন্তা' বলতে কী বোঝো?
“মিশে যায় হৃদয়ের তলে" কবি এখানে কী মিশে যাওয়ার কথা বলেছেন?
হৃদয় থেকে জেগে ওঠা ভাবনা হৃদয়েই মিশে যায় কেন?
সোমা প্রচণ্ড শীতের সকালে রাস্তা দিয়ে যাওয়ার সময় বস্ত্রহীন একটি শিশুকে দেখে কাঁদতে গিয়েও চোখের জল মুছে নিয়ে চলে গেল। তোমার ক্ষেত্রে 'পাছে লোকে কিছু বলে' কবিতার কোন চরণ প্রযোজ্য?