কোন গ্রন্থ থেকে ‘দুই বিঘা জমি' কবিতাটি সংকলিত হয়েছে?
'দুই বিঘা জমি' কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত?
গ্রামে ফিরে আসে কে?
কে উপেনকে সাধুবেশী চোর অপবাদ দেয়?
'দুই বিঘা জমি' কবিতার মূলবিষয় কী?
'দুই বিঘা জমি' কবিতার আলোকে সমাজের বিত্তবান লুটেরা শ্রেণির মানুষেরা কী করে?
'দুই বিঘা জমি' কবিতায় উপস্থাপিত হয়েছে—
'দুই বিঘা জমি' কবিতায় প্রকৃত অপরাধী কে?
'দুই বিঘা জমি' কবিতার আলোকে সম্পদশালী কর্তৃক গরিবের সম্পত্তি লুট করার মানসিকতা দূর করার জন্য প্রয়োজন—i. গরিবের প্রতি সহানুভূতিশীল হওয়াii. ধনীদের মানসিকতার পরিবর্তন করাiii. ধনীদের নির্মূল করা
নিচের কোনটি সঠিক?
‘দুই বিঘা জমি' কবিতাটি পাঠ করে শিক্ষার্থীরা জানতে পারবে—
i. শোষকশ্রেণির নিষ্ঠুর শোষণii.. গরিবদের দুর্দশাiii. লুটেরা বিত্তবানদের প্রতাপ
'দুই বিঘা জমি' কবিতার জমিদার বাবু উপেনকে ভিটে ছাড়া করেছে-
i. আত্মস্বার্থেii. মিথ্যা মামলায়iii. কৌশল করেনিচের কোনটি সঠিক?
‘দুই বিঘা জমি' কবিতায় উপেন চরিত্রের যেসব বৈশিষ্ট্য ফুটে উঠেছে—
i. স্মৃতিকাতরতাii. দেশপ্রেম iii. প্রতিবাদ মুখরতা
কত খ্রিষ্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন?
রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় জন্মগ্রহণ করেন?
নিচের কোন লেখক সাহিত্যের প্রতিটি শাখায় সাফল্যের স্বাক্ষর রেখেছেন?
কোন কাব্যের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান?
রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান?
কত খ্রিষ্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার লাভ করেন?
এশীয়দের মধ্যে প্রথম সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন কে?
কত খ্রিষ্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুবরণ করেন?