কাঁদে প্রাণ যবে, আঁখি / সযত্নে শুষ্ক রাখি।'— কেন?
‘সযতনে শুষ্ক রাখি এখানে কোনটি শুষ্ক রাখার কথা বলা হয়েছে?
আমাদের প্রাণ সমবেদনায় কাঁদলেও চোখের পাতা শুকনো রাখি কেন?
'সযতনে' অর্থ—
নয়নের জল কীরূপ?
'পরশ তাহার মায়ের স্নেহের মতো ভুলায় খানিক মনের ব্যথা যতো!', চরণদ্বয়ের বক্তব্যে 'পাছে লোকে কিছু বলে' কবিতার কোন বিষয়টির গুরুত্ব ফুটে উঠেছে?
স্নেহপূর্ণ কথা কী দূর করে?
একটি স্নেহের কথা/প্রশমিতে পারে ব্যথা'— এখানে ব্যথিত ব্যক্তিকে কী দিতে বলা হয়েছে?
একটি সুন্দর কথা দ্বারা কেউ কেউ মানুষের ব্যথা দূর করে না কেন?
কবি কামিনী রায়ের মতে, একটি স্নেহের কথা কী ভূমিকা রাখতে পারে?
কারো বাঘা উপশমে কোনটিকে অধিকতর কার্যকর বলে বিবেচনা করা যায়?
একটি সুন্দর কথা দ্বারা কারো মনের ব্যথা দূর করার ক্ষেত্রে বাধা হিসেবে বিবেচনা করা যায় কোনটিকে?
কবি কামিনী রায় কোন উদ্দেশ্যগুলোকে মেলাতে পারেন না?
ডোম সম্প্রদায়ের এক বৃদ্ধ অসুস্থ অবস্থায় রাস্তায় পড়ে আছে। তার প্রতি করুণা সৃষ্টি হলেও লোকের সমালোচনার ভয়ে দেবদাস মুখুয্যে তাকে সাহায্য করলেন না। এ ধরনের মানসিকতার প্রতিফলন ঘটেছে নিচের কোন কবিতায়?
বিধাতা প্রাণ দিয়েছেন কেন?
শক্তি মরে কীভাবে?
শক্তি মরে কীসের কবলে?
ভীতির কবলে শক্তি মরে কেন?
'পাছে লোকে কিছু বলে' কবিতায় কবির কোনো কাজ করতে না পারার কারণ-
i. একাকিত্ব
ii. সংকোচ
iii. সংশয়
নিচের কোনটি সঠিক?
'উপেক্ষার হলে' বলতে বোঝানো হয়েছে—
i. তুচ্ছজ্ঞান করে
ii. অগ্রাহ্য করে
iii. মূল্যায়ন না করে