যমদূত প্ৰায়'— এই বিশেষণটি 'দুই বিঘা জমি' কবিতার কার পরিচয় বহন করে?
উপেন কী ভেবে পাকা ফলে মাথা ঠেকাল?
'দুই বিঘা জমি' কবিতায় বাগানের মালি কোন প্রদেশের লোক?
'দুই বিঘা জমি' কবিতায় 'সপ্তমসুর' বলতে কী বোঝানো হয়েছে?
উপেনকে কে ধরে নিয়ে গেল?
‘মারিয়া করিব খুন’– এমন হুমকির কারণ কী?
‘বাবু যত বলে পারিষদ দলে বলে তার শূন্যস্থানে কী হবে?
‘বাবু যত বলে পারিষদ দলে বলে তার শতগুণ'— এখানে পারিষদ দলের কোন বৈশিষ্ট্য ধরা পড়ে?
উপেন জমিদারের কাছে ভিক্ষা হিসেবে কী চেয়েছিল?
বাবু উপেনকে গালিগালাজ করে কী বলে?
আমি শুনে হাসি আঁখিজলে ভাসি, এই ছিল মোর ঘটে—
তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে।
—উদ্ধৃত কবিতাংশের প্রকাশ পেয়েছে উপেনের
উপেনের ভিটে ছাড়া হওয়ার কারণ-
i. জমিদারের বাগান বিলা
ii. মিথ্যা দেনার খত
iii. উপেনের সন্ন্যাসী মনোভাব
নিচের কোনটি সঠিক?
'বেটা সাধুবেশে পাকা চোর অতিশয়। এখানে চোর বলা হয়েছে কাকে?
'দুই বিঘা জমি' কবিতায় জমিদারের মধ্যে প্রকাশ পেয়েছে –
i. বিলাসী মনোভাবii. প্রজাবাৎসল্যiii. সম্পদ লিপ্সা
তবু নিশিদিনে ভুলিতে পারিনে সেই দুই বিঘা জমি' – দুই বিঘা জমি' কবিতায় উক্ত পক্তিটিতে প্রকাশ পেয়েছে –
i. জন্মভূমিপ্রীতি
ii. স্মৃতিকাতরতা
iii. মনোবেদনা
'আজ কোন রীতে কারে ভুলাইতে ধরেছ বিলাসবেশ" — পক্তিটিতে উপেনের যে অনুভূতি প্রকাশ পেয়েছে তা হলো—
i. ক্ষোভ
ii. ধিক্কার
iii. অসহায়ত্ব
ভিটেমাটি ছাড়ার পর উপেনের সময় কেটেছে—
i. মনোহর তীর্থস্থান দেখে
ii. আশ্রমের নিরিবিলি পরিবেশে
iii. মনোরম বৈচিত্র্যময় দৃশ্য দেখে
ভূস্বামীর দখলের পর উপেনের জমি —
i. ভিন্নধর্মী সৌন্দর্যে ভরে উঠেছে
ii. প্রাকৃতিক সৌন্দর্য হারিয়েছে
iii. ফুল শাক পাতায় ভরে উঠেছে
‘পারিষদ দলে বলে তার শতগুণ।' পারিষদ দলের শতগুণ বলায় প্রকাশ পেয়েছে—
i. ব্যক্তিত্বহীনতা
ii. তোষামোদ
iii. অনৈতিকতা
তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে।'— পঙ্ক্তিতে যে ভাব প্রকাশ পেয়েছে তা হলো—
i. স্মৃতিকারতাii. স্পর্শকাতরতাiii. ভাগ্যের পরিহাস