কম্পাঙ্ক ও পর্যায়কালের সম্পর্ক কীরূপ?
কোনো নির্দিষ্ট মাধ্যমে শব্দের কম্পাঙ্ক বৃদ্ধি করলে নিচের কোনটি কমবে?
একটি শব্দের কম্পাঙ্ক 1700 Hz হলে পর্যায়কাল কত?
20 Hz কম্পাঙ্ক ও 20 cm তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট শব্দ প্রতি সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে?
বাতাসে শব্দের বেগ 350 m s-1। একটি বন্ধু বাতাসে যে শব্দ সৃষ্টি করে তার তরঙ্গদৈর্ঘ্য 1250 cm। এর পর্যায়কাল কত?
একটি শব্দের পর্যায়কাল 5.8 × 10-4s এবং শব্দের বেগ 320 m s-1 হলে তরঙ্গদৈর্ঘ্য কত?
1700 Hz কম্পাংক বিশিষ্ট শব্দের বেগ বাতাসে 3400 ms-1 হলে, তরঙ্গ দৈর্ঘ্য কত?
তরঙ্গ সঞ্চালনকারী কোনো কণার পর্যায়কাল বৃদ্ধি পেলে কি ঘটবে?
নির্দিষ্ট দিকে তরঙ্গের 5 সেকেন্ডে 50 m সরণ হলে বেগ কত হবে?
তরঙ্গের উপরস্থ কণা 5 সেকেন্ডে 50 টি পূর্ণ স্পন্দন সম্পন্ন করলে তার পর্যায়কাল কত?
এক হার্জ সমান কোনটি?
একটি শব্দ বায়ুতে ও মিনিটে 1020 মিটার দূরত্ব অতিক্রম করে, এই তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য 50 cm হলে, পর্যায়কাল কত?
কোনো বন্ধু মিনিটে 1200 টি পূর্ণ কম্পন সম্পন্ন করে। এর কম্পাঙ্ক কত?
পর্যায়কাল T = 5 সেকেন্ড হলে কম্পাঙ্ক f = কত?
কম্পাঙ্ক 50 Hz হলে পর্যায়কাল কত হবে?
বায়ুতে শব্দের বেগ 335 m s¯¹ এবং কম্পাঙ্ক 100 Hz হলে তরঙ্গদৈর্ঘ্য কত?
300 Hz কম্পাকে স্পন্দিত কোনো রেডিও স্পিকার থেকে উৎপন্ন শব্দ তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য বায়ুতে 1.13 m হলে বায়ুতে শব্দ তরঙ্গের দ্রুতি কত?
250 Hz কম্পাঙ্কবিশিষ্ট সুর শলাকা হতে নিঃসৃত শব্দ বাতাসে ও সেকেন্ডে 1050 m দূরত্ব অতিক্রম করে। বায়ুতে শব্দের তরঙ্গ দৈর্ঘ্য কত?
কোনো নির্দিষ্ট কম্পাঙ্কে কম্পনরত একটি বস্তু A মাধ্যমে 20 cm তরঙ্গ দৈর্ঘ্য এবং 160 m s-1 বেগ সম্পন্ন তরঙ্গ উৎপন্ন করে। বস্তুটি B মাধ্যমে 240 ms-1 বেগের তরঙ্গ উৎপন্ন করলে এ তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য কত হবে?
3 সেকেন্ডে একটি তরঙ্গ যদি 1020 মিটার দূরত্ব অতিক্রম করে তবে তরঙ্গ দ্রুতি কত হবে?