বায়ুতে শব্দের বেগ 335 m s¯¹ এবং কম্পাঙ্ক 100 Hz হলে তরঙ্গদৈর্ঘ্য কত?
300 Hz কম্পাকে স্পন্দিত কোনো রেডিও স্পিকার থেকে উৎপন্ন শব্দ তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য বায়ুতে 1.13 m হলে বায়ুতে শব্দ তরঙ্গের দ্রুতি কত?
250 Hz কম্পাঙ্কবিশিষ্ট সুর শলাকা হতে নিঃসৃত শব্দ বাতাসে ও সেকেন্ডে 1050 m দূরত্ব অতিক্রম করে। বায়ুতে শব্দের তরঙ্গ দৈর্ঘ্য কত?
তরঙ্গ একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে কী বলে?
তরঙ্গ বেগের একক কী?
পর্যায়কাল কী?
তরঙ্গ সঞ্চালনকারী কোনো কণা এক সেকেন্ডে যতগুলো স্পন্দন সম্পন্ন করে তাকে কী বলে?
তরঙ্গ সঞ্চালনকারী কোনো কণার পর্যায়কাল বৃদ্ধি পেলে কম্পাঙ্কের কী পরিবর্তন হবে?
কম্পাঙ্কের মাত্রা কোনটি?
তরঙ্গ ভিন্ন ভিন্ন মাধ্যমের ভিতর দিয়ে যাওয়ার সময় নিচের কোনটি অপরিবর্তিত থাকে?
তরঙ্গের কোনো কণার পর্যায়কাল বেশি হলে কী ঘটবে?
দুটি সুর শলাকার কম্পাঙ্ক 200 Hz ও 800 Hz, শলাকা দুটি হতে প্রাপ্ত তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত কত?
একটি শব্দের পর্যায়কাল 5.8 × 10-4s এবং শব্দের বেগ 320 m s¯¹ হলে তরঙ্গদৈর্ঘ্য কত?
ঢাকা বেতার কেন্দ্র মিডিয়াম ওয়েভে 630 kHz এ অনুষ্ঠান সম্প্রচার করে। রেডিও তরঙ্গের বেগ 3 × 108m s-1 হলে তরঙ্গ দৈর্ঘ্য কত হবে?
পরপর দুটি তরঙ্গশীর্ষ বা দুটি তরঙ্গ পাড়ের মধ্যবর্তী দূরত্ব কত?
20 Hz কম্পাঙ্কের সুরশলাকা হতে নিঃসৃত শব্দ বাতাসে 3s এ 1050 m অতিক্রম করে। বাতাসে শব্দের তরঙ্গদৈর্ঘ্য কত?
নির্দিষ্ট উৎস হতে সৃষ্ট শব্দের তরঙ্গদৈর্ঘ্য কোন মাধ্যমে বেশি?
পর পর দুটি তরঙ্গ শীর্ষের দূরত্ব 2 cm একটি তরঙ্গ শীর্ষ ও পরবর্তী তরঙ্গ পাদের দূরত্ব কত সে.মি.?
বাতাসে সৃষ্ট একটি শব্দ তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য 35 cm হলে, এর কম্পাঙ্ক কত হবে? [বাতাসে শব্দের বেগ = 350 ms-1 ]
শব্দের কম্পাঙ্ক বেড়ে যায়-