তরঙ্গ সঞ্চালনকারী কোনো কণা এক সেকেন্ডে যতগুলো স্পন্দন সম্পন্ন করে তাকে কী বলে?
এনজিওগ্রাফি ব্যবহার করা হয়-
i. জরায়ুর টিউমার নির্ণয়ে
ii. হৃৎপিণ্ডের ধমনীতে রোগ নির্ণয়ে
iii. শিরার ব্লক নির্ণয়ে
নিচের কোনটি সঠিক?
পাত্রটির তলদেশে তরলের চাপ কত হবে?
বিজ্ঞানীরা বুঝতে পারেন পরমাণুগুলো-
i. আসলে অবিনশ্বর নয়
ii. ভেঙে তেজস্ক্রিয় বিকিরণ হতে পারে
iii. তার শক্তি বিকিরণ করে নিউক্লিয়াসের ভিতর পড়ে যাবে
সমান সমান মানের দুটি রোধ প্রথম শ্রেণিতে ও পরে সমান্তরালে যুক্ত করা হলো। উভয় ক্ষেত্রে তুল্যরোধের অনুপাত কত?
জামা-কাপড় ইস্ত্রি করার সময় কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়?