20 Hz কম্পাঙ্কের সুরশলাকা হতে নিঃসৃত শব্দ বাতাসে 3s এ 1050 m অতিক্রম করে। বাতাসে শব্দের তরঙ্গদৈর্ঘ্য কত?
নির্দিষ্ট উৎস হতে সৃষ্ট শব্দের তরঙ্গদৈর্ঘ্য কোন মাধ্যমে বেশি?
পর পর দুটি তরঙ্গ শীর্ষের দূরত্ব 2 cm একটি তরঙ্গ শীর্ষ ও পরবর্তী তরঙ্গ পাদের দূরত্ব কত সে.মি.?
বাতাসে সৃষ্ট একটি শব্দ তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য 35 cm হলে, এর কম্পাঙ্ক কত হবে? [বাতাসে শব্দের বেগ = 350 ms-1 ]
শব্দের কম্পাঙ্ক বেড়ে যায়-
কম্পাঙ্ক ও পর্যায়কালের সম্পর্ক কীরূপ?
স্প্রিং ধ্রুবক k এবং ভর হলে দোলনকাল কত?
দোলনকালের (T) সাথে সুতার দৈর্ঘ্যের (l) সম্পর্ক নিচের কোনটি?
1 m লম্বা একটা সুতা দিয়ে 10g ভরের একটি পাথর ঝুলিয়ে দেওয়া হলো। তার দোলনকাল কত?
একটি স্প্রিং এ 5 kg ভর ঝুলানো হল। এতে দৈর্ঘ্য 2 cm বৃদ্ধি পেল। স্প্রিং ধ্রুবক নিচের কোনটি?
তরঙ্গ কী?
নিচের কোনটির প্রতিফলন, প্রতিসরণ ও উপরিপাতন ঘটে?
কোন তরঙ্গের ক্ষেত্রের কম্পনের দিক তরঙ্গের গতির দিকের সাথে আড়াআড়ি থাকে?
পুকুরের পানিতে ঢিল ছুঁড়লে কী হয়?
স্প্রিং-এ কী ধরনের তরঙ্গ উৎপন্ন হয়?
সরল ছন্দিত তরঙ্গ কত প্রকার?
নিচের কোন তরঙ্গটি ব্যতিক্রম?
তরঙ্গ এক স্থান থেকে অন্য স্থানে কী সঞ্চালন করে?
অনুদৈর্ঘ্য তরঙ্গ কম্পনের দিকের সাথে কীভাবে অগ্রসর হয়?
নিচের কোনটি অনুদৈর্ঘ্য তরঙ্গ?