10 °C তাপমাত্রায় শব্দের বেগ 332 m/s হলে 30°C তাপমাত্রায় বেগ কত হবে?
একটি মাধ্যমে 600 Hz ও 400 Hz কম্পাংকের দুটি শব্দ তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্যের পার্থক্য 1 m হলে ঐ মাধ্যমে শব্দের বেগ কত?
20° C তাপামাত্রায় 0.1s এ বাতাসে শব্দ কত দূরত্ব অতিক্রম করবে?
20 °C তাপমাত্রায় প্রতিধ্বনি শুনতে হলে উৎস ও প্রতিফলকের মধ্যবর্তী দূরত্ব কত হতে হবে?
তুন্দ্রা অঞ্চলে কোনো এক স্থানে এক দিনের তাপমাত্রা 270 K স্বাভাবিক চাপে সেখানে বায়ুতে শব্দের দ্রুতি কত?
একটি পানিশূন্য কূপের গভীরতা 25m। এতে সর্বোচ্চ কত উচ্চতার পানি থাকলে প্রতিধ্বনি শোনা যাবে?
লোহাতে শব্দের দ্রুতি পানিতে শব্দের দ্রুতির কত গুণ?
একটি পাহাড় থেকে 20 m দূরে দাঁড়িয়ে একটি লোক জোড়ে চিৎকার করল। তখন বায়ুর তাপমাত্রা ছিল 15 °C। লোকটি কতক্ষণ পরে প্রতিধ্বনি শুনতে পাবে?
কোন একদিন বায়ুতে শব্দের বেগ 345.2 m s-1 হলে ঐদিন তাপমাত্রা কত ছিল?
বাতাসের চেয়ে পানিতে শব্দ প্রায় কতগুণ দ্রুত চলে?
বাতাসের প্রবাহ দিয়ে তৈরি বাদ্যযন্ত্র কোনটি?
সমুদ্রের গভীরতা নির্ণয়ে প্রতিফলিত তরঙ্গকে কোন যন্ত্রটি দ্বারা ধারণ করা হয়?
টিভি, রেডিও এবং টেলিফোনে কোন তরঙ্গ ব্যবহার করা হয়?
শব্দ তরঙ্গের বিস্তার-
i. বেশি হলে তীব্রতা বেশি হবে
ii. কম হলে তীব্রতা কম হবে
iii. দ্বিগুণ হলে তীব্রতা কম হবে
নিচের কোনটি সঠিক?
শব্দের বেগ-
i. কঠিন মাধ্যমের চেয়ে বায়ু মাধ্যমে কম
ii. তরল মাধ্যমের চেয়ে বায়ু মাধ্যমে বেশি
iii. তরল মাধ্যমের চেয়ে কঠিন মাধ্যমে বেশি
যখন কোনো শব্দ বায়ু হতে পানিতে প্রবেশ করে তখন তার পরিবর্তিত হয়-
i. বেগ
ii. কম্পাঙ্ক
iii. তরঙ্গ দৈর্ঘ্য
তরঙ্গটির কম্পাঙ্ক কত?
তরঙ্গটির তরঙ্গদৈর্ঘ্য কত সে. মি.?
চিত্রের কোন বিন্দুতে তরঙ্গ সৃষ্টিকারী কণার শক্তি সর্বাধিক?
i. A. Q
ii. P. R
iii. M. C