কোন ধরনের তরঙ্গ আমাদের কানে শ্রবণের অনুভূতি জন্মায়?
তরঙ্গের বিস্তার দ্বিগুণ হলে তীব্রতা কতগুণ হবে?
বায়ুর মধ্যদিয়ে শব্দ কোন দিকে সঞ্চালিত হয়?
নিচের কোন যন্ত্রে শব্দ প্রেরণ ও গ্রহণের ব্যবস্থা আছে?
বাদুড় রাতে কিভাবে চলাফেরা করে?
বাদুড় পথ চলার সময় ব্যবহার করে শব্দের-
দুটি শব্দ আলাদাভাবে শুনতে হলে দুটি শব্দের মাঝে কমপক্ষে সময়ের ব্যবধান কত থাকা দরকার?
কী কারণে শব্দের প্রতিধ্বনি সৃষ্টি হয়?
শব্দানুভূতির স্থায়িত্বকাল কত?
40°C তাপমাত্রায় শব্দের প্রতিধ্বনি শোনার জন্য সর্বনিম্ন দূরত্ব কত হতে হবে?
30°C তাপমাত্রায় কোনো স্থান থেকে শব্দ করলে 0.12s পর শব্দের প্রতিধ্বনি শোনা যায়। শব্দের উৎস হতে প্রতিফলক পৃষ্ঠের দূরত্ব কত?
30°C তাপমাত্রায় 0.25s এ কোনো প্রতিধ্বনি শোনা গেলে উৎস ও প্রতিফলকের মধ্যবর্তী দূরত্ব কত m (মিটার)?
A শ্রোতার প্রতিধ্বনি শুনতে কত সময় লাগবে?
কোন কোন অবস্থানে শ্রোতা প্রতিধ্বনি শুনতে পাবে?
তরঙ্গটির তরঙ্গদৈর্ঘ্য কত?
তরঙ্গটির তরঙ্গবেগ কত?
চিত্রে তরঙ্গটির বেগ কত?
তরঙ্গটির কণাগুলো তরঙ্গ দিকের সাথে কীভাবে স্পন্দিত হয়?
চিত্রে প্রদর্শিত তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য কত?
তরঙ্গটির কম্পাঙ্ক কত?