২৪৫.সর্বশ্রেষ্ঠ জান্নাত কোনটি?
মুমিন ও পুণ্যবানদের বাসস্থান কোনটি?
জান্নাত লাভের প্রথম শর্ত—
সামিয়া পরকালে জান্নাত লাভের প্রত্যাশা করছে। এজন্য তার প্রথম করণীয় কী?
জান্নাতের চাবি কী?
২৫০.কীভাবে জান্নাতের আনন্দ উপভোগ করা সম্ভব?
সূরা নাযিআত অনুসারে জান্নাতে যেতে হলে কয়টি গুণ অর্জন করতে হবে?
'জাহান্নাম' কোন ভাষার শব্দ?
আগুনের গর্ত বলা হয় কোনটিকে?
. জাহান্নামের আরেক নাম কী?
কাফির, মুশরিক, মুনাফিক ও পাপীদের শাস্তির জন্য যে স্থান নির্ধারণ করে রাখা হয়েছে তাকে কী বলা হয়?
জাহান্নামের নাম কোনটি?
জাহান্নামের আগুনের তাপ পৃথিবীর চেয়ে কত গুণ বেশি হবে?
জাহান্নামের বাসিন্দাদের খাদ্য কী হবে?
যাক্কুম কী ?
আগুনের পোশাক কাদের জন্য তৈরি করা হয়েছে?
জাহান্নামের স্তর কয়টি?
জনাব 'ক' প্রতিষ্ঠানের একজন উচ্চপদস্থ কর্মকর্তা। তার কর্মকাণ্ড ইমান ও নৈতিকতা পরিপন্থি। পরকালে তার স্থান হবে কোথায়?
দুনিয়ায় পাপকাজ ও অন্যায় কাজ করলে পরকালে কঠিন শাস্তি ভোগ করতে হবে। এ কঠিন শাস্তি কী?
জাহান্নামের অধিবাসী হবে—
i. কাফিররা
ii. মুশরিকরা
iii. মুনাফিকরা
নিচের কোনটি সঠিক?