লতিফুর রহমান একজন অভাবগ্রস্ত মুসলিম । ইসলামে তাকে নিচের কোন ইবাদত থেকে মুক্ত রাখা হয়েছে?
আল্লাহর কসম, যারা নামায ও যাকাতের মধ্যে পার্থক্য সৃষ্টি করে তাদের বিরুদ্ধে অবশ্যই লড়াই করব। বাণীটি কার?
যাকাত ফরজ হওয়ার ক্ষেত্রে নিসাব পরিমাণ সম্পদ কত বছর স্থায়ী হতে হবে?
কার উপর যাকাত ফরজ নয়?
‘নিসাব' শব্দের অর্থ কী?
নিসাব বলতে বোঝায় নির্ধারিত পরিমাণ—
কাদের ওপর যাকাত ফরজ?
স্বর্ণের নিসাব কত?
রূপার নিসাব পরিমাণ কত?
নিচের কোন ব্যবহার্য জিনিসের যাকাত দিতে হবে?
জনাব জামাল বৃষ্টির পানি দ্বারা ফসল ফলান। তিনি কতটুকু যাকাত দেবেন?
সেচ ব্যবস্থায় উৎপন্ন ফসলের যাকাত কত?
আলী মিয়া সেচ ব্যবস্থায় চাষাবাদ করে ২০০ মণ ধান পেল । তাকে কত মণ ফসল যাকাত দিতে হবে?
উশর কী?
শুধু আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে—
i. মানুষকে
ii. উদ্ভিদকে
iii. জিনকে
নিচের কোনটি সঠিক?
যাকাত আদায় করলে -
i. সম্পদ বৃদ্ধি পায়
ii. সম্পদ পবিত্র হয়
iii. সম্পদ অপচয় হয়
যাকাত মানুষকে-
i. নিঃস্বার্থ করে
ii. নির্লোভ করে
iii. নিঃস্ব করে
যাকাতকে এ জন্য 'যাকাত' বলা হয় যে, তা সমাজের -
i. সম্পদ বৃদ্ধি করে
ii. সম্পদ পবিত্র করে
iii. পরস্পরের ভালোবাসা বৃদ্ধি করে
আলিম একজন কৃষক। সে জমি থেকে ৫০০ কেজি ধান ও ৩০০ কেজি গম পেয়েছে। সে ধান ক্ষেতে পানি সেচ দিয়েছে তবে গম ক্ষেতে পানি সেচ দেয়নি। তার ফসলের যাকাত হবে-
i. ২৫ কেজি ধান
ii. ১৫ কেজি গম
iii. ৩০ কেজি গম