যাকাত কোন ভাষার শব্দ?
যাকাতের আভিধানিক অর্থ কী?
নিসাব শব্দের অর্থ কী?
সামগ্রিক বিবেচনায় যাকাত অর্থ কী?
মানুষ কৃপণতার স্বভাব থেকে বেরিয়ে আসতে পারে কীভাবে?
ইসলামের রুকন কয়টি?
কুরআন মজিদের বহু জায়গায় সালাতের সাথে কীসের নির্দেশ দেওয়া আছে?
“আর তোমরা নামায কায়েম কর এবং যাকাত প্রদান কর”— এটি কোন সূরার আয়াত?
রহিমার ব্যবহার্য নিসাব পরিমাণ স্বর্ণ আছে। তার প্রতি যাকাত দেয়া-
যাকাত আদায় করা কী?
যাকাত দেওয়া কোন ধরনের ইবাদত?
কার সম্পদে দরিদ্রের অধিকার রয়েছে?
কোন সূরায় যাকাত না দেওয়ার শাস্তির বিধান বর্ণিত আছে?
কোন ইবাদত পালন না করলে জাহান্নামের আগুনে সোনা রূপা উত্ত করে তা দিয়ে কপালে, পাজরে এবং পিঠে দাগ দেওয়া হবে?
“আর ধ্বংস ঐসব মুশরিকদের জন্য, যারা যাকাত দেয় না।” বাণীটির উৎস সূরার নাম কী?
যাকাত না দেওয়া কাদের কাজ?
যারা যাকাত দিতে অস্বীকার করে তাদেরকে ইসলাম থেকে বেরিয়ে যাওয়ার সমতুল্য মনে করেন কে?
যাকাত ফরজ হওয়ার শর্ত কয়টি?
যাকাত ফরজ হওয়ার প্রথম শর্ত কী?
কারা যাকাত দিতে বাধ্য?