রাজ কর্মকর্তা অনাব আবু মুসা প্রত্যহ অফিস শুরু হওয়ার ৩০ মিনিট আগেই উপস্থিত হন। জনগণকে আন্তরিকভাবে খাজনা প্রদানসহ বিভিন্ন কাজে সহযোগিতা করেন। নিচের কোন মৌলিক বিষয়ের প্রতি বিশ্বাস তাকে দায়িত্ব সচেতন করে তুলেছে?
বারযাখ হলো -
i. কবরের জীবন
ii. কিয়ামত পরবর্তী জীবন
iii. আখিরাতের প্রথম পর্যায়
নিচের কোনটি সঠিক?
শাখাওয়াত আখিরাত সম্পর্কে জ্ঞান লাভ করেছে। সে জেনেছে-
i. এ জীবনের দুটি ধাপ আছে
ii. কবর এ জীবনের সর্বপ্রথম পর্যায়
iii. এ জীবনের শুরু আছে কিন্তু শেষ নেই
মানুষকে সৎকর্মশীল করে তোলে –
আর যারা আখিরাতে বিশ্বাস করে না তাদের অন্তর সত্যবিমুখ এবং তারা অহংকারী।'- উক্তিটি কোন সূরার অংশ?
২০৩.রায়হান সাহেব কখনও কোনো অনৈতিক কাজ করেন না। তিনি পূত- পবিত্র জীবনযাপন করেন। তার এ ধরনের জীবনযাপনের পেছনে কোন বিশ্বাসটি কাজ করছে?
জনির ধারণা পাপের জন্য কোনো শাস্তি পেতে হবে না। জনি নিচের কোনটিকে অবিশ্বাস করে?
কীসে বিশ্বাস মানুষকে অন্যায় কর্মকাণ্ড হতে পুরে রাখে?
কোন বিষয়ের ওপর বিশ্বাস মানুষকে অন্যায় ও খারাপ কাজ থেকে বিরত রাখে ?
বারযাখ হলো-
আখিরাতের প্রতি অবিশ্বাস মানুষকে -i. অন্যায় কাজে উদ্বুদ্ধ করেii. দুনিয়ার প্রতি আসস্ত করে তোলেiii. পাপের পথে পরিচালিত করে
নেহালের বিশ্বাস আছে কোন বিষয়ে?
নেহাল তার মৃত্যুর পর পেতে পারে -
i. জান্নাত
ii. শাফাআত
iii. শান্তি
শাফাআত শব্দের অর্থ কী?
কল্যাণ ও ক্ষমার জন্য আল্লাহ তায়ালার নিকট নবি-রাসুলগণের সুপারিশ করাকে কী বলে?
কিয়ামতের দিন কয়টি কারণে শাফাআত করা হবে?
কিয়ামতের দিন মানুষের কাজকর্মের হিসাব নেবেন কে?
কিয়ামতের মাঠে পুণ্যবানদের জন্য শাফাআত করা হবে কেন?
শাফাআত কয় প্রকার?
শাফাআতে কুবরা কখন হবে?