রাসুলের জীবদ্দশায় কতটি যুদ্ধ সংঘটিত হয়?
রাসুল (স.)-এর জীবদ্দশায় সবগুলো জিহাদে উভয় পক্ষের কত লোকের প্রাণহানি ঘটে?
ইরহাব শব্দের অর্থ কী?
ইনসাফ ও ন্যায় প্রতিষ্ঠার লড়াইয়ের নাম কী?
জিহাদের মৌলিক বৈশিষ্ট্য হলো-
অন্যায় ও অনৈতিকভাবে বলপ্রয়োগ করা হলো-
"তোমরা (ইসলাম ও মানবতা বিরোধী শত্রুর বিরুদ্ধে) লড়াই করবে ততক্ষণ পর্যন্ত; যতক্ষণ না ফিতনা ফ্যাসাদ, অশান্তি চিরতরে নির্মূল হয়ে যায় এবং দীন সামগ্রিকভাবে আল্লাহর জন্য প্রতিষ্ঠিত হয়”আয়াতটি কোন সূরায় রয়েছে?
ইবাদতের অর্থ হচ্ছে-
i. আনুগত্য করা
ii. উপাসনা করা
iii. নমনীয় হওয়া
নিচের কোনটি সঠিক?
আল্লাহ্ মানুষ সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। আর অন্যসব জীবকে সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যানের জন্য। সুতরাং মানুষের করণীয়-
i. মানুষ আল্লাহর হুকুম পালন করবে
ii. সংবিধান অনুযায়ী জীবনযাপন করবে
iii. আল্লাহর খিলাফতের দায়িত্ব পালন করবে।
মানবজাতিকে সৃষ্টির উদ্দেশ্য-
i. আল্লাহর হুকুম পালন করাii. আল্লাহর খিলাফতের দায়িত্ব পালন করাiii. নিছক উপাসনা
ইবাদতের প্রধান উদ্দেশ্য-i. দুনিয়ার সুখii. স্রষ্টার সন্তুষ্টিiii. আল্লাহর সন্তুষ্টি
হাক্কুল ইবাদ নয়-i. অভাবী লোকের হকii. যাকাত আদায়iii. সাওম পালন
মিজান পিতার ইন্তিকালের পর বোনের পৈত্রিক সম্পত্তি দিয়ে দেন। তার এ কাজটি—i. হাক্কুল্লাহ আদায়ii. হাক্কুল ইবাদ আদায়iii. বান্দার হক আদায়
'হাক্কুল্লাহ' সম্পন্ন করতে হবে—
i. ব্যক্তিগত ক্ষেত্রেii. সামাজিক ক্ষেত্রেiii. অর্থনৈতিক ক্ষেত্রে
আল্লাহর হক আদায় করতে হলে আমাদের সবাইকে করা উচিত
i. সামগ্রিক জীবনে আল্লাহর সার্বভৌমত্ব ও কর্তৃত্ব স্বীকার করা
ii. আল্লাহর দেওয়া হুকুম-আহকাম মেনে চলা
iii. নিজের সার্বিক সত্তা আল্লাহতে সমর্পণ করা
ইবাদত হলো-i. আল্লাহর জন্য নামায আদায় করাii. আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশ করাiii. আল্লাহর আদেশ নিষেধ মেনে চলা
একজন লোক তার সকল কাজকে ইবাদতে পরিণত করতে পারে -
i. আল্লাহ ও রাসুলের নির্দেশমতো কাজ করে
ii. শরিয়তের আলোকে কাজ করে
iii. কুরআন-হাদিসের আলোকে কাজ করে
আল্লাহর হক আদায় করার ক্ষেত্রে ব্যবহারিক জীবনে তোমার করণীয় হলো-
i. নিয়মিত সালাত আদায় করা
ii. সামগ্রিক জীবনে আল্লাহর সার্বভৌমত্ব ও কর্তৃত্ব স্বীকার করা
iii. নিকটাত্মীয়ের হক পালন করা
মানুষ ক্ষমার আশা করতে পারে
i. তাওবার মাধ্যমেii. মুনাজাতের মাধ্যমেiii. নামায আদায়ের মাধ্যমে
সালাত মানুষকে পাপ কাজ থেকে বিরত রাখে; এ উক্তির তাৎপর্য হলো-
i. সালাত আদায় করলেই অন্যায় চলে যাবেii. সালাত আদায়ে অন্যায়ের প্রতি অনীহা তৈরি হবেiii. মানুষের মনে সালাত আদায়ে পাপবোধ সৃষ্টি হবে