ছাত্র-শিক্ষক সম্পর্ক হবে কেমন?
“যার কাছে একটি শব্দও শিখেছি আমি তার দাস।”- কথাটি কার?
শিক্ষা জাতির কী?
সজ্জিত জ্ঞান এবং অভিজ্ঞতাকে নিজের জীবনে সফলভাবে প্রয়োগ করাকে কী বলে?
শিক্ষা মানুষকে কী হতে সাহায্য করে?
জ্ঞান মানুষকে কী দান করে?
ইসলাম শিক্ষার মূল উৎস কয়টি?
“কিভাবে কোনো কিছুই আমি বাদ দেই নি।” – কোন সুরার অংশ?
কুরআন কার বাণী?
“আমি সকল বস্তুর বর্ণনা দিয়ে আপনার ওপর কিতাব অবতীর্ণ করেছি। ”- এখানে কোন কিতাব বোঝানো হয়েছে?
“আমি সকল বস্তুর বর্ণনা দিয়ে আপনার ওপর কিতাব অবতীর্ণ করেছি।”— কোন সূরা থেকে উদ্ধৃত?
ইসলামি শিক্ষার মূল উৎস দুটি কী?
ইসলামি শিক্ষার প্রথম উৎস কী?
ইসলামি শিক্ষার দ্বিতীয় উৎস কী?
ইসলামি শিক্ষার উদ্দেশ্য কী?
ইসলামি শিক্ষা কয়টি মূলভিত্তির ওপর প্রতিষ্ঠিত?
সততা, সদাচার, সৌজন্যমূলক আচরণ, সুন্দর স্বভাব, মিষ্টি কথা ও উন্নত চরিত্র এসব কিছুর সমন্বয় হলো—
কাদেরকে গাফিল বলা হয়েছে?
“রাসুল (স.) তোমাদের জন্য যা নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ কর। আর যা থেকে তোমাদের নিষেধ করেছেন তা তোমরা বর্জন কর।” – কোন সূরার আয়াত?