সালাতের উপকারিতা—
i. ইমান মজবুত করেii. অশ্লীল কাজ থেকে বিরত রাখেiii. আর্থিক উন্নতি আনয়ন করে
নিচের কোনটি সঠিক?
জামাআতে নামায পড়ার সুফল হলো—
i. নামাযিদের মধ্যে সম্প্রীতি গড়ে ওঠেii. একতাবদ্ধ হয়ে কাজ করার শিক্ষা পায়iii. অন্তরে প্রশান্তি আসে
সাওম পালনকারীদের দ্বারা সমাজে শান্তিশৃঙ্খলা ফিরে আসে। কারণ তারা-
i. হিংসা-বিদ্বেষ পরিহার করতে সচেষ্ট হয়ii. পরনিন্দা পরিহার করতে সচেষ্ট হয়iii. খোদাভীরু জীবনযাপনে সচেষ্ট হয়
'সাওম' এর মৌলিক উদ্দেশ্য হলো—i. আল্লাহর সাক্ষাৎ লাভii. তাকওয়া অর্জনiii. আল্লাহর শ্রেষ্ঠত্বের ঘোষণা
কোনটি সঠিক?
সাওমের মৌলিক উদ্দেশ্য নয়—i. ক্ষুধার যন্ত্রণা বুঝতে পারাii. পরিবদের বুঝতে পারাiii. তাকওয়া অর্জন করা
সাওমের সামাজিক গুরুত্ব হচ্ছে-
i. ব্যবসায়ী হওয়াii. বদ অভ্যাস দূর করাiii. সামাজিক বন্ধন দৃঢ় করা
যাকাত হিসেবে আমরা সাধারণত নগদ অর্থ কিংবা কাপড়চোপ অথবা অন্য কোনো দ্রব্য প্রদান করে থাকি। এক্ষেত্রে বিকল্প পরার হতে পারে—
i. গরিব লোকদের দাওয়াত করে খাওয়ানো
ii. কুটির শিল্প গড়ে কর্মসংস্থানের ব্যবস্থা করা
iii. রাষ্ট্রীয়ভাবে আদায় করে তা বণ্টন করা
যাকাতের আভিধানিক অর্থ-i. পবিত্রতাii. বৃদ্ধিiii. ব্যয়
জামিল সাহেব যাকাত সঠিকভাবে আদায় করেন। তার আদায়ের উদ্দেশ্য-i. গরিবদের অবস্থার উন্নয়ন করা।ii. ফরজ বিধান আদায় করাiii. দানশীলতা প্রকাশ করা
যাকাত দানের উদ্দেশ্য-i. অর্থনৈতিক বৈষম্য দূরকরণii. গরিবের অবস্থার পরিবর্তন করাiii. সামাজিক শৃঙ্খলা প্রতিষ্ঠা করা
ইসলামে পবিত্রতা অর্থ হচ্ছে-
i. পোশাক পরিচ্ছেদ সর্বদা পরিষ্কার ও পবিত্র রাখা
ii. শরীরের অঙ্গপ্রত্যঙ্গ সবসময় পরিষ্কার ও পবিত্র রাখা
iii. মনকে পরিচ্ছন্ন ও পবিত্র রাখা
হল করার মাধ্যমে আদায় হয়-
i.শারীরিক ইবাদত
ii. মানসিক ইবাদত
iii. আর্থিক ইবাদত
হজের মাধ্যমে আমরা শিক্ষালাভ করি যে-
i. বিশ্ব মুসলিম ভ্রাতৃত্ববোধের
ii. জান ও মালের কুরবানি
iii. আল্লাহ হজ পালনকারীর গুনাহ মাফ করে দেন
প্রত্যেক ধনী মুসলমানকে জীবনে একবার হজ করতে হবে-
i. শরিয়তের বিধান অনুসরণ করার জন্য
ii. আল্লাহর নির্দেশ পালনের জন্য
iii. বায়তুল্লাহ যিয়ারতের জন্য
হাজের মাধ্যমে মানুষের মন থেকে দূর হয়-
i. মুনাফেকী
ii. হিংসা-বিদ্বেষ
iii. কৃপণতা
শিল্প প্রতিষ্ঠানে ভ্রাতৃত্ব ও সহমর্মিতা বিদ্যমান থাকলে তার পরিণতি হতে পারে-
i. মালিক-শ্রমিক সহযোগিতা বৃদ্ধি পেতে পারে
ii. লভ্যাংশ হ্রাস হতে পারে
iii. আন্তরিকতাপূর্ণ পরিবেশ তৈরি হতে পারে
কুপ্রবৃত্তিকে দমন করাকে বলে-
i. বড় জিহাদ
ii. বাতিনী জিহাদ
iii. জিহাদে আকবর
জিহাদে বাতিনী বলতে বোঝায়—
i. কাফিরদের বিরুদ্ধে জিহাদii. কুপ্রবৃত্তির বিরুদ্ধে জিহাদ iii. শয়তানের বিরুদ্ধে জিহাদ
আজমল সাহেবের কাজটিকে বলা যায়-
আজমল সাহেবের এ কাজের কারণে-i. সমাজে সম্মান বৃদ্ধি পাবে
ii. ধনসম্পদ বৃদ্ধি পাবেiii. প্রার্থীর হক আদায় হবে