আল্লাহর হক আদায় করার ক্ষেত্রে ব্যবহারিক জীবনে তোমার করণীয় হলো-
i. নিয়মিত সালাত আদায় করা
ii. সামগ্রিক জীবনে আল্লাহর সার্বভৌমত্ব ও কর্তৃত্ব স্বীকার করা
iii. নিকটাত্মীয়ের হক পালন করা
নিচের কোনটি সঠিক?
ইমানদারদের জন্য ঢালস্বরূপ কোনটি?
কার প্রতি আল্লাহ দয়া করেন না?
সুমন সাহেব নিজেকে মুসলিম দাবি করেন, কিন্তু তিনি গোপনে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেন। তাকে বলা যাবে –
i. মুনাফিক
ii. সাদিক
iii. মিথ্যাবাদী
মানব জীবনের মৌলিক গুণ ও জীবনের শ্রেষ্ঠ সম্পদ হলো -
“তোমরা পৃথিবীবাসীর প্রতি অনুগ্রহ কর। তাহলে যিনি আসমানে তিনি তোমাদের প্রতি দুয়া করবেন। ”- কার বাণী?