শিল্প পণ্যের ক্রেতা মূলত কারা?
ভোক্তাদের একক সিদ্ধান্তে ক্রয় করা হয় কোন পণ্যটি?
পণ্যের বর্তমান ও সম্ভাব্য ক্রেতার সমষ্টিকে কী বলে?
স্বল্প সময়ের জন্য হলেও প্রত্যেক বাজারের কী বিদ্যমান থাকে?
ভোক্তাবাজারের ক্রেতাদের ক্রয়ের পরিমাণ কীরূপ?
জনগণের ক্রয়ক্ষমতা হ্রাস পাওয়ার কারণ হলো-
i. বেকারত্ব
ii. করহার
iii. অর্থনৈতিক অনিশ্চয়তা
নিচের কোনটি সঠিক?
উদ্দীপকের বাজার বিভক্তিকরণে বিবেচনা করা হয়-
i. ভোক্তাদের আয় ও রুচি
ii. ভোক্তাদের ধরন ও বৈশিষ্ট্য
iii. ভোক্তাদের ক্রয়ক্ষমতা
'জাতীয়তা' ভোক্তাবাজার বিভক্তিকরণের কোন উপাদানের অন্তর্গত?
বিপণনে বাজার অংশের আয়তন এবং ক্রয়ক্ষমতা নির্ধারণ করার ব্যবস্থাকে কী বলে?
পণ্যের কোন উপাদানটি ক্রেতার ব্যক্তিত্ব বিকাশে সহায়ক ভূমিকা পালন করে?
বিপণন মিশ্রণের চলকগুলো কোন প্রকৃতির?
'ডিজাইন' বিপণন মিশ্রণের কোন উপাদানের অন্তর্গত?
মিস রোজিনা আক্তার প্রতিষ্ঠানের বিক্রয়ের পরিমাণ বৃদ্ধির জন্য যে নিয়ন্ত্রণযোগ্য চলক ব্যবহারের সিদ্ধান্ত নেন তা কী হিসেবে পরিচিত?
পর্যাপ্ত পরিমাণে পণ্য মজুদ রাখলে বিক্রেতার কোনটি বৃদ্ধি পায়?
পণ্যের প্রতি ক্রেতার মনোযোগ আকর্ষণ করে দ্বিমুখী যোগাযোগের মাধ্যমে তাৎক্ষণিক পণ্য বিক্রয়ের প্রচেষ্টাকে কী বলে?
পণ্যের জীবনচক্রের যে স্তরে বিক্রয় কম হয় এবং বণ্টন ও প্রসার খাতে প্রচুর অর্থ ব্যয় করতে হয় তাকে কোন স্তর বলে?
যেসব পণ্য ক্রয়ের ক্ষেত্রে ক্রেতারা পূর্বপরিকল্পনা করে,সেগুলোকে কী পণ্য বলে?
পণ্যের জীবনচক্রের ন্যায় মি. রহিমের হোটেল ব্যবসা কোন স্তরে মুনাফা বৃদ্ধি পায়?
মানুষের অভাব পূরণের ক্ষমতাকে কী বলে?
উৎপাদন কী সৃষ্টি করে?