গুদামজাতকরণ একটি গুরুত্বপূর্ণ বিপণন কাজ। কারণ এটি-
i. সময়গত উপযোগ সৃষ্টি করে
ii. অর্থসংস্থান করে
iii. পণ্যকে ক্ষয়-ক্ষতি থেকে রক্ষা করে
নিচের কোনটি সঠিক?
বিপণন কার্যাবলির অন্তর্ভুক্ত হলো-
i. বাজার তথ্য সংগ্রহ
ii. ঐতিহ্য চিহ্নিতকরণ
iii. মান নির্ধারণ
প্রতিষ্ঠানের জীবন রক্ষাকারী কাজ হিসেবে গণ্য করা হয় কোনটিকে?
কিস্তিতে মূল্য পরিশোধ কোন ধরনের কাজের অন্তর্গত?
পণ্যকে নষ্ট হওয়া বা ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষার জন্য যে বিশেষ বস্তু বা আবরণ দিয়ে ঢেকে রাখার ব্যবস্থা করা হয় তাকে কী বলে?
রোজিনা আহমদের প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের ব্যয়িত অর্থের প্রধান যোগান আসে কোথা থেকে?
পণ্যের মান বিবেচনায় বিভিন্ন শ্রেণিতে বিভক্ত করাকে কী বলে?
বিজ্ঞাপন শক্তিশালী হাতিয়ার হিসেবে কাজ করে-
i. নতুন পণ্য উদ্ভাবনে
ii. নতুন চাহিদা তৈরিতে
iii. নতুন ক্রেতা তৈরিতে
পণ্য বা সেবাসামগ্রী বিক্রয়ের মাধ্যমে মুনাফা অর্জন করা কার প্রধান উদ্দেশ্য?
বিজ্ঞাপন ভূমিকা রাখে-
i. উৎপাদন খরচ বৃদ্ধিতে
ii. ভোগপ্রবণতা বৃদ্ধিতে
iii. প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে
বিভিন্ন রঙে এবং ফ্লেভারে প্রাইম কোম্পানির জুস উৎপাদনকে পণ্যের কী বলা হয়?
ওয়ারেন্টি পণ্যের কোন উপাদানের অন্তর্ভুক্ত?
নিচের কোন বাজারে ক্রেতাসংখ্যা বেশি থাকে?
মার্কেটিং এর দৃষ্টিকোণ থেকে বাজার হলো-
উদ্দীপকে উল্লিখিত বাজার হচ্ছে-
i. উৎপাদনের বাজার
ii. পুনঃবিক্রেতার বাজার
iii. ভোক্তাবাজার
অব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোর সমন্বয়ে গঠিত বাজারকে কী বলে?
শিল্পীয় বাজারের সদস্য হলো-
বাজারকে কয় শ্রেণিতে বিভক্ত করা যায়?
ভোক্তাদের জ্ঞান, মনোভাব, পণ্যের ব্যবহার, পণ্যের প্রতি সাড়া ইত্যাদি বিবেচনায় বাজার বিভিন্ন ভাগে বিভক্ত করাকে কী বলে?
শিক্ষা কোন ধরনের বাজার বিভক্তিকরণ ভিত্তির অন্তর্ভুক্ত?