স্বল্প সময়ের জন্য হলেও প্রত্যেক বাজারের কী বিদ্যমান থাকে?
দ্রব্য মানুষের যে সকল উপকার করে-
i. অভাব মোচন
ii. উপযোগ সৃষ্টি
iii. আর্থিক সংকট সৃষ্টি
নিচের কোনটি সঠিক?
১৯৫৬ সালে ঢাকায় মান নিয়ন্ত্রণের জন্য কোন প্রতিষ্ঠানটি স্থাপন করা হয়?
জনাব শাকিলা বন্ধু পরিবহণ-এর এসি বাসে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হলেন। বাসে ওঠার পর তিনি লক্ষ্য করলেন যে, ২৮ সিটের মধ্যে ১৫টি খালি পড়ে আছে। বিষয়টি তাঁকে ভাবিয়ে তুলল। এ ক্ষেত্রে সেবার কোন বৈশিষ্ট্য ফুটে উঠেছে?
বিক্রয় প্রসারের কৌশলসমূহ হলো-
i. মূলধন বিনিয়োগ
ii. ভাতা প্রদান
iii. অর্থ প্রদান
একক প্রতি উৎপাদন ব্যয় হ্রাস পাওয়ার কারণ-
i. উৎপাদনের অপচয় হ্রাস
ii. প্রতিযোগিতা বৃদ্ধি
iii. দ্রুত উৎপাদন