লে-আউটকে প্রতিষ্ঠানের কী হিসেবে অভিহিত করা হয়?
প্রতিষ্ঠানের সকল বিভাগ ও যন্ত্রপাতিসমূহের সঠিক বিন্যাস না হলে কী ঘটবে?
ক্রেতাদের বিভিন্নমুখী চাহিদার প্রেক্ষিতে বিন্যাস প্রকৃতি কোন ধরনের করা হয়ে থাকে?
দক্ষতার সাথে কর্ম সম্পাদনের জন্য সকল বিভাগ, মেশিনপত্র এবং কর্মকেন্দ্রকে সাজাতে হয়-
i. ধারাবাহিকভাবে
ii. আড়াআড়িভাবে
iii. সুশৃঙ্খলভাবে
নিচের কোনটি সঠিক?
উত্তম বিন্যাসে কিসের সমন্বয় ঘটাতে হয়?
কিসের অভাবে বিন্যাস পরিকল্পনায় কার্যকর ফলাফল আশা করা অসম্ভব?
ব্যাংকের সকল নগদ কার্যক্রমকে নগদ বিভাগের আওতায় এনে তা কয়জন প্রধানের আওতায় সমন্বয় করা হয়?
সিরাজ সাহেবের প্রতিষ্ঠানে উৎপাদন ব্যয় বৃদ্ধির মূল সমস্যা কোনটি?
উত্তম বিন্যাসের পরিচায়ক কোনটি?
সহজ চলাচল ব্যবস্থা নিশ্চিতকরণ ও স্থানের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতকরণ উত্তম বিন্যাসের কী হিসেবে পরিচিত?
উত্তম বিন্যাসে কর্মীদের চলাচলকে কোন উপায়ে নিয়ন্ত্রণ করা হয়?
উত্তম বিন্যাসের লক্ষণ কোনটি?
উপকরণের উপযুক্ত ব্যবহার মূলত কিসের ওপর নির্ভর করে?
উত্তম বিন্যাসের জন্য কী পরিমাণ স্থানের বরাদ্দ দিতে হবে?
শ্রমিকদের নিরাপত্তা বলতে বোঝায়-
i. কর্মক্ষেত্রে শ্রমিকদের নিরাপত্তা
ii. কর্মক্ষেত্রের বাইরে শ্রমিকদের নিরাপত্তা
iii. বাসগৃহে শ্রমিকদের নিরাপত্তা
বিন্যাস এমনভাবে তৈরি করতে হবে যাতে সহজেই প্রত্যক্ষ করা যায়-
i. সকল কর্মীদের
ii. সকল কর্মকেন্দ্রগুলোকে
iii. যন্ত্রপাতিগুলোকে
উত্তম বিন্যাসে কার্যকেন্দ্রগুলো অবস্থান করে-
i. কম দূরত্বে
ii. বেশি দূরত্বে
iii. পাশাপাশি
খারাপ বিন্যাসের ফলে প্রতিষ্ঠানের ওপর কোন ধরনের ধারণার সৃষ্টি হয়?
কোনো প্রতিষ্ঠানের বরাদ্দকৃত স্থানের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত না হলে সেই প্রতিষ্ঠানের বিন্যাসটি কোন ধরনের বিন্যাস হবে?
প্রতিকূল কার্য পরিবেশ সৃষ্টিকারী বিন্যাস কোন ধরনের বিন্যাস হিসেবে পরিচিত?