সাফেনা হাসপাতালের ওয়ার্ড ও কেবিনগুলো ছোট হলেও হাসপাতালের সিঁড়ি ও বারান্দায় যথাসম্ভব জায়গা রাখা হয়েছে। সাফেনা হাসপাতালের সিঁড়ি ও বারান্দায় জায়গা রাখা হয়েছে-
i. সহজ আগমনের জন্যে
ii. সহজ প্রস্থানের জন্য
iii. রোগীবাহী ট্রলি চলাচলের জন্যে
নিচের কোনটি সঠিক?
রহমান ট্রেডার্সে তুলনামূলকভাবে অধিক পরিমাণে পণ্য উৎপাদিত হয়। এখানে দুই ধরনের বিন্যাস ব্যবস্থা আছে। যথা: প্রক্রিয়া বিন্যাস ও পণ্য বিন্যাস। রহমান ট্রেডার্স সুবিধা ভোগ করে-
i. কর্মীদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিয়ে
ii. উৎপাদন প্রক্রিয়ার কাজের মধ্যে সমন্বয় করে
iii. শ্রমবিভাগের সুযোগ থাকায়
লে-আউটকে প্রতিষ্ঠানের কী হিসেবে অভিহিত করা হয়?
প্রতিষ্ঠানের সকল বিভাগ ও যন্ত্রপাতিসমূহের সঠিক বিন্যাস না হলে কী ঘটবে?
প্রতিষ্ঠানের পক্ষে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করা সম্ভব হয়-
i. আদর্শ বিন্যাসের মাধ্যমে
ii. উত্তম বিন্যাসের মাধ্যমে
iii. সুবিন্যস্ত বিন্যাসের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?,
ক্রেতাদের বিভিন্নমুখী চাহিদার প্রেক্ষিতে বিন্যাস প্রকৃতি কোন ধরনের করা হয়ে থাকে?
দক্ষতার সাথে কর্ম সম্পাদনের জন্য সকল বিভাগ, মেশিনপত্র এবং কর্মকেন্দ্রকে সাজাতে হয়-
i. ধারাবাহিকভাবে
ii. আড়াআড়িভাবে
iii. সুশৃঙ্খলভাবে
উত্তম বিন্যাসে কিসের সমন্বয় ঘটাতে হয়?
কিসের অভাবে বিন্যাস পরিকল্পনায় কার্যকর ফলাফল আশা করা অসম্ভব?
ব্যাংকের সকল নগদ কার্যক্রমকে নগদ বিভাগের আওতায় এনে তা কয়জন প্রধানের আওতায় সমন্বয় করা হয়?
বর্তমানে সারাবিশ্বে কারখানার কর্মীদের নিরাপত্তার বিষয়টি দেখা হচ্ছে-
i. অগ্রাধিকারের ভিত্তিতে
ii. প্রাধান্যের ভিত্তিতে
iii. সমন্বয়ের ভিত্তিতে
বর্তমানে কর্মীদের গণ্য করা হয়-
i. উৎপাদনের উপাদান হিসেবে
ii. উৎপাদনের মানবিক উপাদান হিসেবে
iii. উৎপাদনের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে
বিন্যাস পরিকল্পনায় সর্বপ্রথম কোন বিষয়টি আনা হয়?
বিন্যাসের মূল উদ্দেশ্য হলো-
i. সুন্দরভাবে কার্য সম্পাদন
ii. সাবলীলভাবে কার্য সম্পাদন
iii. স্বল্প সময়ে কার্য সম্পাদন
বিন্যাস পরিকল্পনা উৎপাদনের কোন বিষয়টির ওপর নির্ভর করে?
বিন্যাস পরিকল্পনা অতি স্বাভাবিক হয়ে থাকে-
i. দাহ্য পণ্যের ক্ষেত্রে
ii. ভারী পণ্যের ক্ষেত্রে
iii. স্বাভাবিক পণ্যের ক্ষেত্রে
বিন্যাসের ডিজাইনের ক্ষেত্রে অর্থের প্রয়োজন হয়-
i. ডিজাইনকে আধুনিক করতে
ii. ডিজাইনকে সুন্দর করতে
iii. ডিজাইনকে পরিশীলিত করতে
সাধারণত যন্ত্রপাতি হয়ে থাকে-
i. সংবেদনশীল
ii. ঝুঁকিপূর্ণ
iii. ঝুঁকিহীন
বিন্যাস কার্যক্রমের ক্ষেত্রে পারিপার্শ্বিক অবস্থা বলতে বোঝায়-
i. আবহাওয়া, জলবায়ুকে
ii. সরকারি নিয়মনীতিকে
iii. প্রতিযোগীদের অবস্থানকে
বিন্যাসের দুর্বলতার কারণে স্থানের অপব্যবহার হলে কী ঘটবে?