কর্মীদের কর্মদক্ষতা বৃদ্ধি, পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি ও নিরাপত্তা বিধান করা হলে কী ঘটবে?
নিয়োজিত কর্মীদের অযথা চলাচলকে নিয়ন্ত্রণ করে কী বৃদ্ধি করা যায়?
প্রতিষ্ঠানের ঝুঁকি হ্রাসের জন্য উপযুক্ত স্থানে রাখা প্রয়োজন-
i. অগ্নি নির্বাপক যন্ত্র
ii. সিকিউরিটি গার্ড
iii. সিসি ক্যামেরা
নিচের কোনটি সঠিক?
বিন্যাস ব্যবস্থা অপরিহার্য-
i. উৎপাদনমুখী প্রতিষ্ঠানের জন্য
ii. সেবামূলক প্রতিষ্ঠানের জন্য
iii. অব্যবসায়ী প্রতিষ্ঠানের জন্য
পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির জন্য এমনভাবে বিন্যাস করা উচিত যাতে কর্মরত প্রতিটি ব্যক্তি বা বিভাগের মধ্যে-
i. আনুষ্ঠানিক সম্পর্ক বজায় থাকে
ii. স্থিতিশীলতা সম্পর্কের বজায় থাকে
iii. অনানুষ্ঠানিক সম্পর্ক বজায় থাকে
উপযুক্ত বিন্যাস ব্যবস্থা চালু করতে পারলে প্রতিষ্ঠানের সকল কাজ সম্পাদিত হয়-
i. ধারাবাহিকভাবে
ii. বিনা বাধায়
iii. পর্যায়ক্রমিকভাবে
লে-আউট করা হয় প্রতিষ্ঠানে নিয়োজিত সকল উপকরণের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণের পাশাপাশি-
i. উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য
ii. কর্মদক্ষতা বৃদ্ধির জন্য
iii. রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য
উত্তম বিন্যাসের পূর্বশর্ত কোনটি?
স্থির বিন্যাসের কার্যক্ষেত্র অত্যন্ত –
i. প্রসারিত
ii. সীমিত
iii. সংকীর্ণ
প্রসেস লে-আউট বেশি প্রয়োগ করা হয়-
i. বৃহৎ নির্মাণ প্রকল্প
ii. ফ্রন্ট অফিসে
iii. জব উৎপাদন
অফিস বিন্যাসের মতবাদগুলো হলো-
i. গতানুগতিক বিন্যাস
ii. সক্রিয়তা স্থাপন
iii. যান্ত্রিক কটেজ
সেবা বিন্যাসের ধরন হলো-
i. খুচরা বিক্রয়কেন্দ্র বিন্যাস
ii. অফিস বিন্যাস
iii. গুদাম বিন্যাস
খুচরা বিক্রয়কেন্দ্রে বিন্যাসের ক্ষেত্রে যে বিষয়টি বিবেচনা করা হয় তা হলো-
i. পণ্যের প্রকৃতি
ii. ক্রেতা আকৃষ্টকরণ
iii. ক্রেতার সামাজিক অবস্থান
বিন্যাস দ্বারা সম্পাদন করা যায়-
i. স্থানের কর্মব্যবহার
ii. সর্বাধিক পণ্য উৎপাদন
iii. কম মুনাফা
প্রতিষ্ঠানের পক্ষে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করা সম্ভব হয়-
i. আদর্শ বিন্যাসে
ii. উত্তম বিন্যাসে
iii. সুবিন্যস্ত বিন্যাসে
একটি বিন্যাসকে তখনই উত্তম বিন্যাস বলা যায়, যদি উক্ত বিন্যাসটিতে-
i. স্থানের যথাযথ ব্যবহার নিশ্চিত করে
ii. প্রতিটি কার্যকেন্দ্রের দূরত্ব কম হয়
iii. নমনীয়তার সুযোগ বিদ্যমান থাকে
কাঁচামাল দীর্ঘ পরিবহনের মাধ্যমে যন্ত্রপাতির কাছে নিয়ে যাওয়ার কারণে-
i. আয় বৃদ্ধি পায়
ii. ব্যয় বৃদ্ধি পায়
iii. আয় হ্রাস পায়
সাফেনা হাসপাতালের ওয়ার্ড ও কেবিনগুলো ছোট হলেও হাসপাতালের সিঁড়ি ও বারান্দায় যথাসম্ভব জায়গা রাখা হয়েছে। সাফেনা হাসপাতালের সিঁড়ি ও বারান্দায় জায়গা রাখা হয়েছে-
i. সহজ আগমনের জন্যে
ii. সহজ প্রস্থানের জন্য
iii. রোগীবাহী ট্রলি চলাচলের জন্যে
রহমান ট্রেডার্সে তুলনামূলকভাবে অধিক পরিমাণে পণ্য উৎপাদিত হয়। এখানে দুই ধরনের বিন্যাস ব্যবস্থা আছে। যথা: প্রক্রিয়া বিন্যাস ও পণ্য বিন্যাস। রহমান ট্রেডার্স সুবিধা ভোগ করে-
i. কর্মীদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিয়ে
ii. উৎপাদন প্রক্রিয়ার কাজের মধ্যে সমন্বয় করে
iii. শ্রমবিভাগের সুযোগ থাকায়