জনাব কিরণ যশোর থেকে রজনীগন্ধা ফুল সংগ্রহ করে এনে শাহবাগে তার নিজস্ব দোকানে বিক্রয় করেন। তার দোকানে ৭ জন কর্মচারী রয়েছে এবং তিনি নিজেই দোকানটি তদারকি করেন। ইদানীং তার দোকানে গ্রাহকের সংখ্যা বেশ বৃদ্ধি পেয়েছে। এখন তার দোকানটি সম্প্রসারণ করার প্রয়োজন হলেও এ মুহূর্তে নতুন বিনিয়োগ তার পক্ষে সম্ভব হচ্ছে না। জনাব কিরণের ফুলের দোকানটি সম্প্রসারণ না করার পেছনে উৎপাদনের কোন উপাদানের প্রভাব রয়েছে?
উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে গণ্য হলো-
i. পরিবার
ii. পোল্ট্রি ফার্ম
iii. গার্মেন্টস ফ্যাক্টরি
নিচের কোনটি সঠিক?
উৎপাদন সৃষ্টি করে-
i. রূপগত উপযোগ
ii. সময়গত উপযোগ
iii. সেবাগত উপযোগ
ভূমির বৈশিষ্ট্য হলো-'
i. আদিম ও অক্ষয়
ii. গতিশীল
iii. প্রকৃতির দান
ভূমির বৈশিষ্ট্য হলো-
i. চিরস্থায়ী
ii. যোগান সীমাবদ্ধ
iii. স্থানান্তরযোগ্য
দেশের অর্থনীতিতে ভূমির গুরুত্ব অপরিসীম, কেননা এর মাধ্যমে-
i. কৃষির উন্নয়ন ঘটে
ii. বণ্টন ব্যবস্থার উন্নয়ন হয়
iii. মানবসভ্যতার উন্নয়ন হয়
শ্রমের বৈশিষ্ট্য হলো-
i. মানবিক উপাদান
ii. মালিকানা হস্তান্তরযোগ্য নয়
iii. অক্ষয় উপাদান
ii. বিনাশশীল
iii. আয়ের উৎস
শ্রমের গুরুত্ব হলো-
i. মৌলিক চাহিদা পূরণ
ii. সম্পদের সঠিক ব্যবহার
iii. মূলধন সৃষ্টি
শ্রম বিভাগের অন্তর্ভুক্ত হলো-
i. পেশাগত
ii. মানসিক
iii. সম্পূর্ণ প্রক্রিয়াগত
উৎপাদন ব্যবস্থা উন্নয়নে শ্রম বিভাগের সুবিধা হলো-
i. কাজের আনন্দ ও সন্তুষ্টি বৃদ্ধি করা
ii. কাজের দক্ষতা বৃদ্ধি করা
iii. শ্রেণি বৈষম্য হ্রাস করা
উৎপাদন ব্যবস্থায় শ্রম বিভাগের অসুবিধা হলো-
i. বৈষম্য সৃষ্টি করা
ii. নির্ভরশীলতা হ্রাস করা
iii. কর্মদক্ষতা হ্রাস করা
শ্রমের গতিশীলতার অন্তর্ভুক্ত হলো-
i. ভৌগোলিক
ii. পেশাগত
iii. সামাজিক
i. সেবাগত
ii. শিল্পগত
iii. পেশাগত
বাংলাদেশের শ্রমিকরা কম দক্ষ হয় কেননা-
i. শ্রেণিগত বৈষম্য
ii. প্রেষণা দানের অভাব
iii. প্রশিক্ষণের অভাব
শ্রম বিভাগের মাত্রা নির্ভর করে-
i. বাজারের পরিধির ওপর
ii. বণ্টনের পরিধির ওপর
iii. উৎপাদনের পরিধি ওপর
মূলধন গঠনের স্তরগুলো হলো-
i. আর্থিক সঞ্চয় সৃষ্টি করা
ii. আর্থিক সঞ্চয় সংগ্রহ ও ঋণ প্রদান
iii. আর্থিক সঞ্চয়কে মূলধনে রূপান্তর
আর্থিক সঙ্্যয় সৃষ্টির উৎস হলো-
i. সরকারি সঞ্চয়
ii. ব্যক্তিগত সঞ্চয়
iii. ব্যবসায়ীদের সঞ্চয়
মানুষের সঞ্চয়ের ইচ্ছা কিসের ওপর নির্ভর করে?
i. ব্যক্তিক সম্পর্ক উন্নয়ন
ii. সামাজিক নিরাপত্তা
iii. সুদের হার
সংগঠনের বৈশিষ্ট্য হলো-
i. সমন্বিত প্রচেষ্টা
ii. আদেশের ঐক্য
iii. উৎপাদনের উৎপাদিত উপাদান