জনাব কিরণ যশোর থেকে রজনীগন্ধা ফুল সংগ্রহ করে এনে শাহবাগে তার নিজস্ব দোকানে বিক্রয় করেন। তার দোকানে ৭ জন কর্মচারী রয়েছে এবং তিনি নিজেই দোকানটি তদারকি করেন। ইদানীং তার দোকানে গ্রাহকের সংখ্যা বেশ বৃদ্ধি পেয়েছে। এখন তার দোকানটি সম্প্রসারণ করার প্রয়োজন হলেও এ মুহূর্তে নতুন বিনিয়োগ তার পক্ষে সম্ভব হচ্ছে না। জনাব কিরণের ফুলের দোকানটি সম্প্রসারণ না করার পেছনে উৎপাদনের কোন উপাদানের প্রভাব রয়েছে?