মাসুদ সাহেব হলেন একজন-
i. ফড়িয়া
ii. দালাল
iii. আড়তদার
নিচের কোনটি সঠিক?
তাহমীদ কোন ধরনের কাজ করেন?
তাহমীদ মধ্যস্থব্যবসায়ী হিসেবে যা করেন, তা হলো-
i. পণ্য বণ্টন সহজ করা
ii. উৎপাদন বৃদ্ধিতে সাহায্য করা
iii. উপযোগ সৃষ্টি করা
উদ্যোক্তার কার্যাবলি হলো-
i. পরিকল্পনা প্রণয়ন
ii. ঝুঁকি গ্রহণ
iii. পারিবারিক ব্যয় নির্বাহ
জনাব পিয়ালের পৈতৃক সূত্রে পাওয়া চিংড়ির ঘের ও পর্যান্ত জনশক্তি কাজে লাগিয়েও সাতক্ষীরায় তার চিংড়ি চাষ প্রকল্প সম্প্রসারণ করতে পারছেন না। জনাব পিয়াল উৎপাদনের যে উপকরণের অভাবে চিংড়ি চাষ প্রকল্প সম্প্রসারণ করতে পারছেন না তা হলো-
i. ভূমি
ii. শ্রম
iii. মূলধন
জনাব সাফিন চাঁপাইনবাবগঞ্জ থেকে আম কিনে নিজস্ব পরিবহনে ঢাকায় নিয়ে আসেন এবং বিভিন্ন শপিং সেন্টারে সরবরাহ করেন। জনাব সাফিনের কার্যক্রমের ফলে যে উপযোগ সৃষ্টি হয় তা হলো-
i. স্থানগত
ii. স্বত্বগত
iii. সময়গত
মিসেস রুমানা নিজের বাড়ির নিচ তলায় 'কুইন' নামে বিউটি পার্লার পরিচালনা করেন। এ লক্ষ্যে তিনি বিভিন্ন প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী সংগ্রহ করেন। মিসেস রুমানার কাজের মাধ্যমে যে ধরনের উপযোগ সৃষ্টি হয় তা হলো-
i. সময়গত
ii. সেবাগত
iii. স্বত্বগত
ভূমি কোন ধরনের উপাদান?
জমির উর্বরতা উৎপাদনের কোন উপকরণ?
আবহাওয়া, জলবায়ু, সূর্যের আলো, পানি ইত্যাদি কোন উপাদানের অন্তর্ভুক্ত?
শামীম শীতপ্রধান দেশে কারখানা স্থাপন করতে ইচ্ছুক। এখানে শামীম কোন উপকরণকে প্রাধান্য দিচ্ছে?
সব প্রকার প্রাকৃতিক সম্পদ, যা উৎপাদন কাজে ব্যবহৃত হয় তাকে কী বলে?
ব্যবস্থাপনার দৃষ্টিকোণ থেকে উৎপাদনের উপকরণ কয়টি?
উৎপাদনের মৌলিক উপাদান কোনটি?
উৎপাদনের কোন উপাদানের ব্যবহারজনিত ক্ষয় আছে?
রূপগত উপযোগ সৃষ্টি করার নাম কী?
শ্রমের গতিশীলতার অন্তর্ভুক্ত কোনটি?
শ্রম বিভাগের ফলে কোনটি ঘটে?
শ্রমিকের দাম নির্ধারণ করে কোনটি?
মাসুম ভিয়েলাটেক্স থেকে চাকরি ছেড়ে প্রাইম ব্যাংকে যোগদান। করেন। এটিকে কী বলা হয়?