জসীম কোন পদ্ধতিতে শাড়ির মূল্য নির্ধারণ করেন?
জসীম গ্রাহকদের আস্থা অর্জনে যা করতে পারেন, তাহলো-
i. গ্রাহকদের সাথে যোগ বৃদ্ধি
ii. চলমান হারে মূল্য নির্ধারণ
iii. ক্রয়ের উপর বাট্টা প্রদান
নিচের কোনটি সঠিক?
নিচের কোনটি বিজ্ঞাপনের মাধ্যম ?
পণ্য সম্পর্কে ক্রেতার উপলব্ধির উপর ভিত্তি করে মূল্য নির্ধারণ প্রক্রিয়াকে কী বলা হয়?
'মিল্কি ফুডস' কোন ধরনের প্রসারমূলক কার্যক্রম ব্যবহার করেছেন?
উদ্দীপকে ক্রেতাদের খুশি হওয়ার কারণ হলো—
i. প্রিমিয়াম
ii. নমুনা প্রদান
iii. মূল্য বৃদ্ধি
মিস রিতা একজন ফ্যাশন ডিজাইনার। তিনি তাঁর ডিজাইনকৃত পণ্য সামগ্রী আন্তর্জাতিক বাণিজ্য মেলায় প্রদর্শন করেন। তিনি প্রতিটি পণ্যের মূল্যের উপর ২৫% টাকা কম নেন। ফলে তার সকল পণ্য অল্প সময়ের মধ্যে বিক্রি হয়ে যায়।
মিস রিতা পণ্য বিক্রয়ের ক্ষেত্রে কোন ধরনের বিক্রয় প্রসার কৌশল গ্রহণ করেছেন?
বিক্রয় বৃদ্ধির স্বল্পমেয়াদী উদ্দীপনা সৃষ্টির কার্যক্রমকে কী বলে?
নিচের কোনাটি বিজ্ঞাপনের কাজ?
নিচের কোনটি লোভনীয় পণ্য?
বণ্টনের অন্তর্ভুক্ত বিষয় হলো-
i. বাট্টা
ii. প্রণালির বিস্তৃতি
iii. লজিস্টিকস
ইফতি কোন ধরনের ভোগ্য পণ্যের ভোক্তা?
উদ্দীপকে দোকানদারের মূল্য নির্ধারণ পদ্ধতি হলো—
i. ব্যয়ভিত্তিক
ii. প্রতিযোগিতা ভিত্তিক
iii. ভ্যালু ভিত্তিক
নাফি ভারতের শিলিগুড়িতে অবস্থিত বিদ্যালয়ের ছাত্র। ক্লাসে প্রথম হওয়ায় বাবা তাকে একটি উন্নত মানের গিটার কিনে দেয়।
নাফির পাওয়া গিফটটি কোন ধরনের ভোগ্য পণ্য?
পরিবারের জীবন-চক্রের উপর ভিত্তি করে বাজারকে বিভক্ত করলে তা কোন বাজার বিভক্তিকরণের অন্তর্গত?
ভারসাম্য বিন্দু কী?
প্রমিতকরণ কী?
বাজার বিভক্তিকরণ কাকে বিভিন্ন শ্রেণিতে বিভক্ত করে?
মোড়কীকরণের গুরুত্ব হলো—
‘রাজধানী ড্রাগস' উৎপাদনপূর্ব কোন কাজটি করেন?