‘রাজধানী ড্রাগস' আরও যে সব বিপণন কাজগুলো করে, তা হলো—
মিস রাকা বাগান থেকে বাছায়কৃত উন্নত জাতের লিচু নিজস্ব পিকআপের মাধ্যমে অভিজাত শপিং সেন্টারে পৌঁছে দেন।
মিস রাকা বিপণনের কোন কাজের সাথে জড়িত?
কার্যকর বাজার বিভক্তিকরণের বিবেচ্য বিষয় হলো—
i. পরিমাপ যোগ্যতা
ii. বিশ্বাস যোগ্যতা
iii. প্রবেশ যোগ্যতা
নিচের কোনটি সঠিক?
কারা ভোক্তা বাজারের সদস্য?
আধুনিক বিপণনের জনক কে?
ক্রেতা সন্তুষ্টি কী?
বিপণনের ক্রমবিকাশের কোন যুগে ইন্টারনেটের ব্যাপক ব্যবহার পরিলক্ষিত হয়?
জনাব ইকবালের কর্মকাণ্ডের প্রাথমিক পর্যায়ে বিপণন বৈশিষ্ট্যের কোন প্রক্রিয়াটি ফুটে উঠেছে?
পরবর্তীতে জনাব ইকবাল যে বিপণন বৈশিষ্ট্য ব্যবহার করে ব্যবসায়িক সফলতা পেয়েছেন, তা হলো—
মিস টিনা ১৯৯০ সালে 'টিনা ফুডস' নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। তিনি জলপাই প্রক্রিয়াজাত করে আচার ও চাটনি তৈরি করেন। তিনি মনে করেন মান সম্মত পণ্য ও নায্যমূল্য প্রদান করলে শক্তিশালী ক্রেতা সম্পর্ক তৈরি ও বজায় রাখা সম্ভব।
'টিনা ফুডস' বিপণন ক্রম বিকাশের কোন যুগের কথা বলেছেন?
উৎপাদন হতে ভোগ পর্যন্ত দীর্ঘ সময়ে পণ্যের গুণগত মান ঠিক রাখতে বিপণনের করণীয় কাজ কোনটি?
বিপণনের সহায়ক কাজ কোনটি?
উদ্দীপকে বিপণন পরিবেশের কোন উপাদান প্রতিফলিত হয়েছে?
জনাব ফারুকের কার্যক্রমের মাধ্যমে যে সুবিধা পাও যায় তা হলো—
i. প্রাকৃতিক সম্পদের সদ্ব্যবহার
ii. গবেষণা ও উন্নয়ন
iii. অর্থনৈতিক উন্নয়ন
আরিন গার্মেন্টস কোন ধরনের প্রসারমূলক কার্যক্রম গ্রহণ করেছে?
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটির সফলতার মূল কারণ হলো—
i সমজাতীয় ভোক্তাদের চিহ্নিতকরণ
ii. যথাযথ মজুদ নিয়ন্ত্রণ
iii. প্রতিযোগিতা মোকাবেলা করা
জনাব সুকুমারের প্রাথমিক পর্যায়ে সম্পাদিত কাজটি বিপণনের কোন কাজের সাথে সম্পর্কিত?
জনাব সুকুমারের বিপণন কার্যক্রমের যৌক্তিকতা হলে -
i. সম্পদের উপযুক্ত ব্যবহার
ii. ভোক্তার সন্তুষ্টি বিধান
iii. মজুদ নিয়ন্ত্রণ
নিচের কোনটি সঠিক ?
ক্রয়-বিক্রয় কোন ধরনের উপযোগ সৃষ্টি করে?
নদীন কাজের অন্তর্ভুক্ত হলো—