উৎপাদন বাড়াতে নিরবচ্ছিন্নভাবে কাজ করার কারণে অনেক সময় শ্রমিকের কাজের গতি বৃদ্ধি পায়-
1. অনীহা
ii. হেঁয়ালিপনা
iii. আগ্রহ
নিচের কোনটি সঠিক?
ব্যবসায়ীরা অতিরিক্ত মূলধন সংগ্রহ করে থাকে-
1. ঋণের বিপরীতে
ii. সম্পদের বিপরীতে
iii. জামানতের বিপরীতে
উৎপাদনশীলতার হার প্রতিকূল হলে তা প্রতিষ্ঠানের জন্য-
i. অলাভজনক
ii. লাভজনক
iii. প্রতিবন্ধকতাপূর্ণ
উৎপাদনশীলতা কী সৃষ্টি করতে অক্ষম?
উৎপাদনের গতিশীলতা কেমন?
উৎপাদককে প্রকাশ করা হয়-
i. পরিমাণ সূচকে
ii. মূল্য সূচকে
iii. আনুপাতিক হারে
মূলধন বলতে কী বোঝায়?
সঞ্চিত শ্রম ও সঞ্চিত প্রাকৃতিক সম্পদের যুক্ত ফলকে কী বলা হয়?
মূলধন উৎপাদন কাজে সহায়তা করে কীভাবে?
মানুষ তার সঞ্চিত আয় থেকে-
i. মূলধন গঠন করে
ii. অতিরিক্ত আয় অর্জন করে
iii. বিভিন্ন খাতে বিনিয়োগ করে
দ্রব্যসামগ্রী উৎপাদিত হয় প্রাকৃতিক সম্পদের সাথে মানুষের-
i. শ্রমযুক্ত হয়ে
ii. উদ্ভাবনী শক্তি যুক্ত হয়ে
iii. মর্যাদা যুক্ত হয়ে
অর্থসম্পদকে পুনঃবিনিয়োগ করার পর ব্যবসায়ের-
i. অর্থ বৃদ্ধি পায়
ii. সম্পদ বৃদ্ধি পায়
iii. মুনাফা বৃদ্ধি পায়
মূলধনের বৈশিষ্ট্য হলো-
i. মূলধন বর্তমান আয়ের উৎস
ii. মূলধন মানুষের শ্রম দ্বারা সৃষ্ট
iii. মূলধনের উৎপাদন খরচ রয়েছে
উৎপাদন কী?
উৎপাদন অর্থ কী?
ক্রেতাদের প্রাধান্য দিয়ে নতুন নতুন পণ্য কী করতে হবে?
পণ্যদ্রব্যের মালিকানা পরিবর্তনে যে উপযোগ সৃষ্টি হয় তাকে কোন ধরনের উপযোগ বলে?
নিচের কোন কাজটি উৎপাদনের বহির্ভূত?
নিচের কোন উপাদানটির উৎপাদন ব্যয় নেই?
পরিবহন কোন ধরনের উপযোগ সৃষ্টি করে?