উৎপাদন বাড়াতে নিরবচ্ছিন্নভাবে কাজ করার কারণে অনেক সময় শ্রমিকের কাজের গতি বৃদ্ধি পায়-
1. অনীহা
ii. হেঁয়ালিপনা
iii. আগ্রহ
নিচের কোনটি সঠিক?
ব্যবসায়ীরা অতিরিক্ত মূলধন সংগ্রহ করে থাকে-
1. ঋণের বিপরীতে
ii. সম্পদের বিপরীতে
iii. জামানতের বিপরীতে
উৎপাদনশীলতার হার প্রতিকূল হলে তা প্রতিষ্ঠানের জন্য-
i. অলাভজনক
ii. লাভজনক
iii. প্রতিবন্ধকতাপূর্ণ
উৎপাদককে প্রকাশ করা হয়-
i. পরিমাণ সূচকে
ii. মূল্য সূচকে
iii. আনুপাতিক হারে
মানুষ তার সঞ্চিত আয় থেকে-
i. মূলধন গঠন করে
ii. অতিরিক্ত আয় অর্জন করে
iii. বিভিন্ন খাতে বিনিয়োগ করে
দ্রব্যসামগ্রী উৎপাদিত হয় প্রাকৃতিক সম্পদের সাথে মানুষের-
i. শ্রমযুক্ত হয়ে
ii. উদ্ভাবনী শক্তি যুক্ত হয়ে
iii. মর্যাদা যুক্ত হয়ে
অর্থসম্পদকে পুনঃবিনিয়োগ করার পর ব্যবসায়ের-
i. অর্থ বৃদ্ধি পায়
ii. সম্পদ বৃদ্ধি পায়
iii. মুনাফা বৃদ্ধি পায়
মূলধনের বৈশিষ্ট্য হলো-
i. মূলধন বর্তমান আয়ের উৎস
ii. মূলধন মানুষের শ্রম দ্বারা সৃষ্ট
iii. মূলধনের উৎপাদন খরচ রয়েছে