উৎপাদন প্রকাশ করে-
i. মূল্যসূচক
ii. পরিমাণ সূচক
iii. আনুপাতিক হার
নিচের কোনটি সঠিক?
উৎপাদনের ক্ষেত্রে প্রকৃতিপ্রদত্ত সম্পদের পরিবর্তন করা হয়-
i. রূপ
ii. আকার
iii. উপযোগ
উৎপাদনের আওতাভুক্ত হলো-
i. কৃষিখাত
ii. শিল্পখাত
iii, সেবাখাত
উৎপাদনকারী হলো-
i. আমদানিকারক
ii. রপ্তানিকারক
iii. পাটকলের মালিক
মানুষ প্রকৃতি থেকে পাওয়া দ্রব্যসামগ্রীর ক্ষেত্রে পরিবর্তন করতে
উৎপাদনের আওতার অন্তর্ভুক্ত হলো-
i. মৎস্য চাষ
ii. পশুপালন
iii. বনজ সম্পদ
সাধারণত অতিরিক্ত মূলধন সংগ্রহ করা হয়-
i. সম্পদের বিপরীতে.
ii. ঋণের বিপরীতে
iii. জামানতের বিপরীতে
ব্যবস্থাপনার দক্ষতায় কর্মীরা উৎপাদনের পরিমাণ বাড়াতে পারে-
i. প্রশিক্ষণের মাধ্যমে
ii. উৎসাহ দানের মাধ্যমে
iii. উন্নত যন্ত্রপাতির মাধ্যমে
তানজিদা একটি কারখানা স্থাপন করেন। এটির মুনাফা অর্জনের জন্য তাকে বাড়াতে হবে-
i. উৎপাদন
ii. পণ্য বিক্রি
iii. শ্রমিকসংখ্যা
বাংলাদেশ সরকার উৎপাদনশীলতা বাড়ানোর জন্য পদক্ষেপ নিতে চায়। উৎপাদনশীলতার আওতা হলো-
i. কৃষি
ii. শিল্প
iii. গবেষণা ও উন্নয়ন
সঞ্চয় বেড়ে যায়-
i. ভোগ বাড়ানোর মাধ্যমে
ii. ভোগ নিয়ন্ত্রণের মাধ্যমে
iii. ভোগ কমানোর মাধ্যমে
রহমত একজন চাষি। এ বছর তার জমিতে ব্যবহৃত উপকরণের তুলনায় অধিক পরিমাণ ধান উৎপাদিত হয়েছে। এতে রহমতের-
i. উৎপাদনশীলতা বেড়েছে
ii. উৎপাদন ব্যয় বেড়েছে
iii. উৎপাদন হার বেড়েছে
উৎপাদনশীলতা বাড়ানোর উপায় হলো-
i. আউটপুট বাড়ানো
ii. ইনপুট কমানো
iii. আউটপুটের তুলনায় ইনপুট বাড়ানো
সাধারণ উৎপাদনশীলতা বলতে বোঝায় প্রতিষ্ঠানের-
i. ইনপুট আউটপুটের অনুপাতকে
ii. মুনাফা সৃষ্টির সামর্থ্যকে
iii. উদ্বৃত্ত সৃষ্টির সামর্থ্যকে
বিক্রয়ের উদ্দেশ্যে দ্রব্যসামগ্রী সৃষ্টি বা শ্রম জাতীয় কার্যকলাপ সৃষ্টি করাকে কী বলে?
উৎপাদন কোন ধরনের প্রক্রিয়া?
ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য কী?
দ্রব্যের চাহিদা ও যোগান কিসের ওপর নির্ভর করে?
তুলা থেকে সুতা হয়, সুতা থেকে কাপড় হয়, কাপড় থেকে পোশাক হয়। এখানে মূলত তুলার কোন ধরনের পরিবর্তন হয়েছে?
নতুন নতুন পণ্য উৎপাদনের ফলে পূরণ হচ্ছে মানুষের-
1. নিত্য নতুন চাহিদা
ii. প্রয়োজনীয় চাহিদা
iii. প্রথাগত চাহিদা