উৎপাদন প্রকাশ করে-
i. মূল্যসূচক
ii. পরিমাণ সূচক
iii. আনুপাতিক হার
নিচের কোনটি সঠিক?
উৎপাদনের ক্ষেত্রে প্রকৃতিপ্রদত্ত সম্পদের পরিবর্তন করা হয়-
i. রূপ
ii. আকার
iii. উপযোগ
উৎপাদনের আওতাভুক্ত হলো-
i. কৃষিখাত
ii. শিল্পখাত
iii, সেবাখাত
উৎপাদনকারী হলো-
i. আমদানিকারক
ii. রপ্তানিকারক
iii. পাটকলের মালিক
মানুষ প্রকৃতি থেকে পাওয়া দ্রব্যসামগ্রীর ক্ষেত্রে পরিবর্তন করতে
উৎপাদনের আওতার অন্তর্ভুক্ত হলো-
i. মৎস্য চাষ
ii. পশুপালন
iii. বনজ সম্পদ
সাধারণত অতিরিক্ত মূলধন সংগ্রহ করা হয়-
i. সম্পদের বিপরীতে.
ii. ঋণের বিপরীতে
iii. জামানতের বিপরীতে
ব্যবস্থাপনার দক্ষতায় কর্মীরা উৎপাদনের পরিমাণ বাড়াতে পারে-
i. প্রশিক্ষণের মাধ্যমে
ii. উৎসাহ দানের মাধ্যমে
iii. উন্নত যন্ত্রপাতির মাধ্যমে
তানজিদা একটি কারখানা স্থাপন করেন। এটির মুনাফা অর্জনের জন্য তাকে বাড়াতে হবে-
i. উৎপাদন
ii. পণ্য বিক্রি
iii. শ্রমিকসংখ্যা
বাংলাদেশ সরকার উৎপাদনশীলতা বাড়ানোর জন্য পদক্ষেপ নিতে চায়। উৎপাদনশীলতার আওতা হলো-
i. কৃষি
ii. শিল্প
iii. গবেষণা ও উন্নয়ন
সঞ্চয় বেড়ে যায়-
i. ভোগ বাড়ানোর মাধ্যমে
ii. ভোগ নিয়ন্ত্রণের মাধ্যমে
iii. ভোগ কমানোর মাধ্যমে
রহমত একজন চাষি। এ বছর তার জমিতে ব্যবহৃত উপকরণের তুলনায় অধিক পরিমাণ ধান উৎপাদিত হয়েছে। এতে রহমতের-
i. উৎপাদনশীলতা বেড়েছে
ii. উৎপাদন ব্যয় বেড়েছে
iii. উৎপাদন হার বেড়েছে
উৎপাদনশীলতা বাড়ানোর উপায় হলো-
i. আউটপুট বাড়ানো
ii. ইনপুট কমানো
iii. আউটপুটের তুলনায় ইনপুট বাড়ানো
সাধারণ উৎপাদনশীলতা বলতে বোঝায় প্রতিষ্ঠানের-
i. ইনপুট আউটপুটের অনুপাতকে
ii. মুনাফা সৃষ্টির সামর্থ্যকে
iii. উদ্বৃত্ত সৃষ্টির সামর্থ্যকে
নতুন নতুন পণ্য উৎপাদনের ফলে পূরণ হচ্ছে মানুষের-
1. নিত্য নতুন চাহিদা
ii. প্রয়োজনীয় চাহিদা
iii. প্রথাগত চাহিদা