প্রসাধনী সামগ্রী কোন ধরনের পণ্য?
ড. মুহম্মদ ইউনূস ও আহমেদ ইমতিয়াজ বুলবুল কীরূপ পণ্য হিসেবে বিবেচিত হবেন?
'বিশ্বকাপ ক্রিকেট' কীরূপ পণ্য?
পান্না এন্টারপ্রাইজ কোন পদ্ধতিতে স্মার্টফোনের মূল্য নির্ধারণ করে?
পান্না এন্টারপ্রাইজ-এর খুচরা বিক্রেতাদের প্রদত্ত বাট্টা কোন ধরনের বাটা?
প্রতিষ্ঠানে উদ্বৃত্তের সাথে কোনটি সম্পৃক্ত?
আউটপুট অর্থ কী?
পণ্য প্রস্তুতের উপকরণ বা ইনপুটকে পণ্য ও সেবায় পরিবর্তিত করাকে কী বলা হয়?
হায়দার এক লক্ষ টাকা নিয়ে ব্যবসায় শুরু করেন। তিনি শ্রমেরও ব্যবস্থা করেন। হায়দারের ব্যবসায়ে কোন উপকরণের অভাব রয়েছে?
জামান রাঙামাটি থেকে কমলা সংগ্রহ করে ঢাকার বাজারে বিক্রি করেন। তার কাজের মাধ্যমে কী সৃষ্টি হয়?
হামীম গ্রুপে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। তাই প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা কমে গেছে। এক্ষেত্রে কোম্পানির কোনটি করা উচিত হবে?
জনাব মাসুম তার রেস্টুরেন্ট ব্যবসায়টি সম্প্রসারণ করতে আগ্রহী। এক্ষেত্রে তার কোন উপাদানটি বেশি প্রয়োজন?
মুন্সীগঞ্জে অনেক আলু উৎপাদিত হওয়ায় সেখানে আলুর দাম অনেক কম। এই কারণে সেখানকার চাষিরা ঢাকার পাইকারদের কাছে আলু বিক্রি করে দেয়। এখানে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়েছে?
সাফিন ট্রেডার্সের শ্রমের উৎপাদনশীলতা ০.১০ এবং মোট উৎপাদনের একক ১,০০০ হলে সাফিন ট্রেডার্সের মোট শ্রমঘণ্টা কত হবে?
রাজশাহীতে আম ভালো জন্মে। সেখানকার আম চাষিরা ঢাকার ফল ব্যবসায়ীদের কাছে আম বিক্রি করেন। এতে কোন উপযোগ সৃষ্টি হয়?
১,০০,০০০ টাকা বিনিয়োগ করে ২০,০০০ টাকা পেলেন। এখানে মূলধনের উৎপাদনশীলতা কত?
সরকারের রাজস্ব আয়ের উৎস কোনটি?
উৎপাদনের উপকরণ হলো-
i. ভূমি
ii. শ্রম
iii. মূলধন
নিচের কোনটি সঠিক?
উৎপাদনের আওতা হলো-
i. উপযোগ সৃষ্টি
ii. মান নিয়ন্ত্রণ
iii. গবেষণা ও উন্নয়ন
বাংলাদেশের উৎপাদন ব্যবস্থা দক্ষ নয়। এর কারণ হলো-
i. সরকারি নীতির অভাব
ii. মূলধনের অভাব
iii. দক্ষতার অভাব